পরিসংখ্যান ব্যুরোতে ৭১৫ জন নিয়োগ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাের রাজস্ব খাতভুক্ত ২১ ধরনের পদে ৭১৫ জনকে নিয়োগ দেয়া হবে।
যেসব পদে নিয়োগ:
১। সিনিয়র নক্সাবিদ : ৮টি
২। পরিসংখ্যান সহকারী : ১৩১টি
৩। জুনিয়র পরিসংখ্যান সহকারী : ১৪২টি
৪। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর : ১টি
৫। নক্সাবিদ : ১২টি
৬। ইনুমারেটর : ৫টি
৭। এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিসটেন্ট : ২২টি
৮। হিসাবরক্ষক : ১৩টি
৯। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর : ৯টি
১০। কম্পোজিটর : ৪টি
১১। জুনিয়র নক্সাবিদ : ১৩টি
১২। ইলেক্ট্রিশিয়ান : ৩টি
১৩। ডুয়েল ডাটা অপারেটর : ১৪টি
১৪। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক : ১৫টি
১৫। ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর : ২৬টি
১৬। গাড়িচালক : ৪টি
১৭। সহকারী স্টোর কিপার : ১টি
১৮। মেশিনম্যান : ১টি
১৯। প্রুফ ম্যান : ১টি
২০। চেইনম্যান : ২৩৪টি
২১। অফিস সহায়ক : ৫৬টি
আবেদনের নিয়ম: অনলাইনে http://bbs.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১৬ জুলাই সকাল ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত।