বৈশ্বিক মহামারিতে রঙ মিস্ত্রিদের পাশে বার্জার
করোনাভাইরাসের (কোভিড-১৯) বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাবের কারণে আর্থিকভাবে ক্ষতির শিকার হয়েছে রঙ মিস্ত্রিসহ প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল লাখো মানুষ। গত তিন মাসে এটা মারাত্মক আকার ধারণ করেছে। তাই, এ সংকটকালীন সময়ে রঙ মিস্ত্রিদের সহায়তায় বার্জার পেইন্টস বাংলাদেশ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।
সুরক্ষিত উপায়ে রঙ সংক্রান্ত সেবা নিশ্চিত করতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি সারা দেশের ৬ হাজার রঙ মিস্ত্রির মাঝে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই), ৬৫ হাজার মাস্ক, ৬ হাজার মি. এক্সপার্ট হ্যান্ড স্যানিটাইজার (প্রতিষ্ঠানটির নতুন পণ্য) এবং ৩০ হাজার গ্লাভ বিতরণ করে। এছাড়াও, প্রতিষ্ঠানটি ১৭ হাজার রঙ মিস্ত্রিকে জরুরি তহবিল সহায়তা হিসেবে ১ কোটি ৩৫ লাখ টাকা প্রদান করে।
এর পাশাপাশি, এ প্রতিকূল পরিস্থিতিতে ‘সম্পর্ক ক্লাব’ এর সদস্যদের ( রঙ মিস্ত্রি) ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বার্জার পেইন্টস বাংলাদেশ ডিজিটাল স্বাস্থ্য সেবা ‘টনিক’ এর সাথে যুক্ত হয়েছে। এ প্যাকেজের আওতায়, ক্লাবের সদস্যরা ইতিমধ্যেই মৃত্যু কিংবা শারীরিক অক্ষমতাজনিত কারণে ১ লাখ টাকা ক্যাশব্যাক, হাসপাতালে ভর্তিজনিত কারণে ১ লাখ টাকা সুবিধা, ২৪ ঘণ্টা চিকিৎসকের পরামর্শ এবং এক হাজারেরও বেশি পার্টনার আউটলেট থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা উপভোগ করছেন। কোভিড-১৯ বৈশ্বিক মহামারিতে রূপ নেয়ায় বার্জার টনিকের সাথে অংশীদারিত্বে এর বিদ্যমান স্বাস্থ্য প্যাকেজের আওতায় নতুন এ রোগটির ক্ষয়ক্ষতির বিষয়কেও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগের স্বাস্থ্য প্যাকেজটি চলতি বছরের ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিলো, কিন্তু কোভিড-১৯ এর কারণে কাভারেজ সময়সীমা বৃদ্ধি করা হয় এবং বার্জার পেইন্টস ও টনিকের স্বাস্থ্য প্যাকেজটি অনির্দিষ্ট সময়ের জন্য বজায় থাকবে।
এছাড়াও, বার্জার পেইন্টস বাংলাদেশ ২৭ হাজার রঙ মিস্ত্রির ‘ইন-ক্যান টোকেন’ সুবিধার বিপরীতে পেমেন্ট প্রদানের পরিমাণ বাড়িয়েছে এবং রঙ মিস্ত্রিদের ভেরিফায়েড মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চার কোটি টাকার বেশি তাদের দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি দেশের গ্রামীণ অঞ্চলের রঙ মিস্ত্রিদের নতুন স্বাস্থ্য সুবিধা কাভারেজের আওতায় আনতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। এছাড়াও, প্রতিষ্ঠানটির আগের প্রমোশনাল স্কিম হতে সকল নন-ক্যাশ সুবিধায় পরিবর্তন আনা হয়েছে এবং আর্থিক মূল্য মোবাইল ফিন্যান্সিয়াল সিস্টেমের (এমএফএস) মাধ্যমে রঙ মিস্ত্রিদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। এটি তাদের যেকোন জরুরি প্রয়োজন মেটাতে সাহায্য করবে।
এ নিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) একেএম সাদেক নাওয়াজ বলেন, পেইন্টার ও ডিলাররা আমাদের ব্যবসায়িক ও সামাজিক ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ। এ বৈশ্বিক মহামারি তাদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এ প্রতিকূল সময়ে পেইন্টারদের সহায়তা করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত; কেননা, তারা বার্জার পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সমর্থন ও সহযোগিতার কারণেই বিগত দিনগুলোতে আমরা সাফল্য অর্জন করেছি এবং কোভিড উদ্ভূত পরিস্থিতি সহ সামনের দিনগুলোতেও আমরা তাদের পাশে থাকবো।