ডিবিএ'র সাথে ব্রোকারেজ হাউস নেতাদের আলোচনা রোববার

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লোগো

লোগো

দেশের চলমান বাজার পরিস্থিতি নিয়ে ব্রোকারেজ হাউসের প্রতিনিধিদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করবে ব্রোকারদের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় ভার্চুয়াল মাধ্যমে সভা অনুষ্ঠিত হবে বলে ডিবিএ'র সেক্রেটারি মো. দিদারুল গনী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

বিজ্ঞাপন

কোভিড-১৯ এর এহেন পরিস্থিতিতে ব্রোকারেজ হাউসের সার্বিক অবস্থা এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়েও উক্ত সভায় আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন।