জরিমানা ছাড়া আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর
ব্যক্তিশ্রেণীর করদাতারা ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন ৩০ নভেম্বর পর্যন্ত বিনা মাশুলে জমা দিতে পারবেন। ৩০শে নভেম্বরের পর কেউ আয়কর রিটার্ন জমা দিতে চাইলে আয়করের সঙ্গে গুনতে হবে বাড়তি জরিমানা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিয়মিত প্রক্রিয়ায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আর বাড়ছে না। অথ্যৎ ৩০শে নভেম্বর শেষ হচ্ছে ব্যাক্তিকরদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সরকার নির্ধারিত সময়। এরপর কেউ আয়কর রিটার্ন জমা দিতে চাইলে নির্দিষ্ট অংকের জরিমানা দিয়ে তা জমা দিবেন।
প্রসঙ্গত, কোন ব্যাক্তি নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে আয়কর আইন অনুযায়ী এক হাজার টাকা অথবা আগের বছরের প্রদেয় করের ১০ শতাংশ জরিমানা করার কথা বলা হয়েছে।
এ দুটির মধ্যে হিসাব কষে যেটির পরিমাণ বেশি হবে জরিমানা করার ক্ষেত্রে সেটিকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এছাড়া রিটার্ন দাখিলে যতদিন বিলম্ব হয় দিন হিসাবে ৫০ টাকা করে জরিমানা করার বিধান রয়েছে।
বর্তমানে দেশে প্রায় ৬৮ লাখ কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা আছেন।এদের মধ্যে বছর শেষে ২৫ লাখের মতো করদাতা রিটার্ন জমা দেন বলে এনবিআর সূত্র জানায়।