বেড়েছে চালের দাম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

সপ্তাহের ব‍্যবধানে রাজধানীর বাজারে চাল, আটা, ময়দা ও সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বিপরীতে কমেছে পেঁয়াজ, আলু, ডিম ও আটার দাম। বাজারে নতুন সবজি আসায় কমেছে সবজির দামও।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচাবাজার, খিলক্ষেত বাজার, আজমপুর কাঁচাবাজার ও হজ্জ ক‍্যাম্পের মুক্তিযোদ্ধা কাঁচা বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

barta24

বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা, ফুল কপি (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, বাঁধাকপি (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, পটল বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

আলু মানভেদে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা, আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকা, আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা। দেশি আদা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, আমদানি করা বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকা পযর্ন্ত।

barta24

দাম কমেছে ডিমেরও। বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা। অপরিবর্তিত রয়েছে মাছের দাম। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকা। শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকা, পাঙাশ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা। এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১৩০০ টাকা। ছোট চিংড়ি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা, মাঝারি ৬০০ থেকে ৬৫০ টাকা এবং বড় চিংড়ি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১০০০ টাকা পযর্ন্ত।

barta24

বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩২০ টাকা। লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে।

barta24

বাজারে চিকন চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬৮ টাকা, মাঝারি চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৫ এবং মোটা চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা কেজি দরে। খোলা আটা বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৮ টাকা, প‍্যাকেটজাত বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। খোলা ময়দা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা এবং প‍্যাকেটজাত বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি।

প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা, বোতলজাত বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। খোলা পাম অয়েল ১৩০ থেকে ১৩৫ টাকা এবং পাম অয়েল সুপার বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৩৮ টাকা লিটার।

বড় দানার প্রতি কেজি মশুর ডাল বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা, মাঝরি ৯৫ থেকে ১০০ এবং ছোট দানার বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা। মুগডাল ১২০ থেকে ১৩০ টাকা, অ‍্যাংকর ৪৫ থেকে ৫০ টাকা এবং ছোলা ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।