সূচকের মিশ্র প্রতিক্রিয়া, কমেছে লেনদেন
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় শেষ হলো সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন।
সোমবার (৬ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেনের পরিমাণ কমেছে।
আজ ডিএসইতে লেনদেনের শুরু থেকেই সূচকের পতন ঘটে। সারাদিনই সূচকের উত্থান-পতন অব্যাহত থাকে। শেষ বেলায় সূচকের উত্থান ঘটলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতদিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৭৮ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়া সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬৪ পয়েন্ট এবং ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ৬৩৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭১ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।বাজারটিতে দিনভর লেনদেন হয়েছে ৮৮৭ কোটি ১৩ লাখ টাকা। গতকাল লেনদেন হয়েছে ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকা।
ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর। কোম্পানিটির লেনদেন হয়েছে ৭৯ কোটি ৮৩ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা জিনেক্স টেক্সটাইলের লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৭ লাখ টাকা এবং তৃতীয় অবস্থানে থাকা ফাস্ট সিকিউরিটি ব্যাংকের লেনদেন হয়েছে ২৯ কোটি ৯০ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ২০ লাখ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৩২ লাখ টাকা। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই গত কার্যদিবসের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৪০২ পয়েন্টে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৭০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।