পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান নাজমুল আহসান

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব নাজমুল আহসান। তিনি পেট্রোবাংলায় যোগদানের পূর্বে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৬ ডিসেম্বর) পেট্রোবাংলার চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ করা হয়।

বিজ্ঞাপন

নাজমুল আহসান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল যোগদান করেন। কর্মকালীন সময়ে খুলনা ও সাতক্ষীরা জেলার জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন