খুচরা ও পাইকারি পর্যায়ে ভ্যাট আদায়ে নতুন ফর্মুলা
খুচরা ও পাইকারি পর্যায়ে ভ্যাট আদায়ে বিপুল সম্ভাবনা থাকার পরও এ খাত থেকে ভ্যাট আদায় ঠিকমতো হচ্ছে না জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, এ খাত থেকে ভ্যাট আদায়ের জন্য আমরা নতুন একটি ফর্মুলা তৈরি করেছি। খুব শিগগিরই এ পরিকল্পনা জাতিকে জানানো হবে। এর ফলে আশা করছি, খুচরা ও পাইকারি পর্যায়ে ভ্যাট আদায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
বৃহস্পতিবার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কর্মকর্তাদের ভুল অ্যাসেসমেন্টের কারণে অনেক ক্ষেত্রে মামলার উৎপত্তি হয়। এটি যাতে না হয় সে জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে রহমাতুল মুনিম বলেন, মামলার কারণে রাজস্ব আহরণ ব্যাহত হচ্ছে। রাজস্ব আদায় বাড়াতে এ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।
চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত রাজস্ব আয়ের তথ্য তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ২৬৭ কোটি টাকা। গত বছর একই সময়ে আদায় হয়েছিল ৮৭ হাজার ১৯৪ কোটি টাকা।
রাজস্ব আদায়ের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যেসব সংস্কার কার্যক্রম হাতে নেয়া হয়েছে, তা বাস্তবায়ন হলে রাজস্ব আদায় আরও বহুগুণ বাড়বে।
অনলাইনে ভ্যাট রিটার্ন জমার আগ্রহ বাড়ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রায় ৬০ শতাংশ করদাতা অনলাইনে ভ্যাট রিটার্ন দিচ্ছে। অটোমেশন সম্পন্ন হওয়ার ফলে অনলাইনে রিটার্ন জমাতে আগ্রহ আরও বাড়বে।
তিনি বলেন, ভ্যাট সপ্তাহ ও দিবস উদযাপনের ফলে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি পাবে। ভোক্তা চালান সংগ্রহে উদ্বুদ্ধ হবেন এবং ভ্যাট কর্মকর্তাদের সেবার মানসিকতা বাড়বে। সর্বোপরি রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
সংবাদ সম্মেলনে এনবিআরের ভ্যাট সদস্য মাসুদ সাদিক, জাকিয়া সুলতানা, আব্দুল মান্নান শিকদার, শাহীন আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার দেশব্যাপী উদযাপিত হবে জাতীয় ভ্যাট দিবস। একই দিনে শুরু হচ্ছে ভ্যাট সপ্তাহ।