মসলার ঘাটতি পূরণে নতুন জাত উদ্ভাবন



তরিকুল ইসলাম সুমন,সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কৃষি প্রধান বাংলাদেশের মানুষের খাবারের চাহিদা পূরণে যেভাবে জোড় দেয়া হচ্ছে তেমন এসব খাদ্য মুখরোচক করার জন্য মসলার উৎপাদন বৃদ্ধিতের জোড় দিচ্ছে সরকার। দেশের ৫৮.৫০ লক্ষ টন মসলার চাহিদার বিপরীতে ৬.৩০ লাখ হেক্টর জমি থেকে ৫১.৯৬ লাখ টন মসলা উৎপাদন হলেও ৬.৬৬ টন ঘাটতি  থাকে। আর এ ঘাটতি মেটাতে আমদানি করতে হয় প্রায় আট হাজার কোটি টাকার মসলা।


সংশ্লিস্ট সূত্র জানায়, দেশের প্রতিবছর পেঁয়াজের চাহিদার ৩৫.৫ লাখ টন এর বিপরীতে উৎপাদন হয়৩০-৩২ লাখ টন, ৩-৪ লাখ টন ঘাটতি থাকে। ৮.৬৩ লাখ টন মরিচের চাহিদা বিপরীতে উৎপাদন হয় ৬.৭৬ লাখ টন হলেও ঘাটতি প্রায় ১ লাখ ৮৭ লাখ টন, রসুনের ৭.৭২ লাখ টনের বিপরীতে উৎপাদন হয় ৬.৫৩ লাখ টন। ঘাটতি থাকে ১. ১৯ লাখ টন। ৪.৮১ লাখ টন আদার চাহিদার বিপরীতে উৎপাদন হয় ২.৮৮ লাখ টন, ঘাটতি থাকে প্রায় ২ লাখ টন, হলুদের চাহিদা ২.৫১ লাখ টনের বিপরীতে উৎপাদন হয় ১.৮৩ লাখ টন । ঘাটতি থাকে ৬৮ হাজার টন। ধনিয়ার উৎপাদন ৫৬ হাজার টনের বিপরীতে চাহিদা প্রায় ৭০ হাজার টন। এক্ষত্রে ঘাটতি থাকে ১৪-১৫ হাজার টন। কালজিরার ২০ হাজার টনের রিপরীতে উৎপাদন হয় ১৪ হজার টন, ঘাটতি থাকে প্রায় ৬ হাজার টন।

মসলার আমদনি কমাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) বাস্তবায়ন করছে ‘বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্প। এ প্রকল্পের আওতায় এখন অক্টোবর ২০১৭- জুন ২০২১ পর্যন্ত ৪৭ টি উচ্চ ফলনশীল জাত এবং ১৫৬ টি আধুনিক চাষ প্রযুক্তি উদ্ধাবন করা হয়েছে। মাঠ পর্যায় এগুলো বিস্তারের মাধ্যমে মসলার ঘাটতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিএআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. শৈলেন্দ্র নাথ মজুমদার।


তিনি বার্তা২৪.কমকে বলেন, সীমিত কৃষি জমি ও জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলা করে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা একটি বিরাট চ্যালেঞ্জ। খাদ্য উৎপাদনের পাশাপাশি আমাদের মসলাজাতীয় সফল ও উৎপাদন করা প্রয়োজন। খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এটিও আমাদের বাধা হিসেবে কাজ করছে।

প্রকল্প পরিচালক বলেন, দেশের ৬৪ টি জেলার ১৯৪ টি উপজেলায় প্রকল্পের মাধ্যমে কাজ করা হচ্ছে। মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং মানসম্মত মসলার বাণিজ্যিকীকরণের মাধ্যমে জনগোষ্ঠির কর্মসংস্থান ও আয় বৃদ্ধি করে জীবন যাত্রার মান উন্নয়ন করা সম্ভব।

প্রকল্প শুরু থেকে পর্যন্ত ৯টি মসলা ফসলের মোট ১১টি নতুন জাত এবং ৪৫টি প্রযুক্তি উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারে মসলা ফসলের চাষাবাদ, ফলন ও মসলার গুনগতমান বাড়ছে এবং ক্ষতির পরিমান কমানো যাবে। নতুন উদ্ভাবিত ও প্রচলিত জাতের সম্প্রসারনের জন্য এপর্যন্ত প্রায় ১১২.৫৮ টন বীজ/কন্দ ও ১২৮.০৬ লক্ষ চারা-কলম উৎপাদন ও বিতরন করা হয়েছে। হাতে কলমে চাষীদের প্রশিক্ষণের জন্য ৩৭০টি প্রদর্শনী, ১৯৬টি মাঠ দিবস আয়োজন সম্পন্ন হয়েছে। এ বছর কৃষকের মাঠে বারি পেঁয়াজ-৫ এর ১০০টির অধিক প্রদর্শণীর প্রদানের ফলে গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ সম্প্রসারন ও জনপ্রিয় হবে। এ ছাড়াও শীতকালে আরও দুইশতটি প্রদর্শণীর ব্যবস্থা করা হচ্ছে। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে অতিরিক্ত ১৫ লক্ষ বারি পেঁয়াজ-৪ এর চারা উৎপাদন করা হয়েছে যা বগুড়া অঞ্চলের ১০০ জন কৃষককে ১৫০০০টি করে ডিসেম্বর, ২০২১ মাসের শেষ সপ্তাহে  বিতরণ করা হবে।


১১টি জাত মধ্যে (বারি চিভ-১, বারি একাঙ্গী-১, বারি পেঁয়াজ-৬, বারি মেথি-৩, বারি মরিচ-৪, বারি পুদিনা-১ ও ২, বারি অর্নামেন্টাল মরিচ-১ ও২), বারি পান-৩, বারি রাঁধুনী-১ ও বারি জিরা-১ (প্রস্তাবিত)।

দুটি প্রক্রিয়াধীন (১টি চুইঝাল ও ১টি রসুন) এবং আঞ্চলিক ফলন পরীক্ষনের পর রবি মৌসুমে বাকী দুটি জাত নিবন্ধণ করা হবে।এছাড়াও রয়েছে, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, ধনিয়া, কালোজিরা, আলু বোখারাসহ বিভিন্ন মসলার জাত উন্নয়নের কাজ চলমান রয়েছে।

প্রকল্প পরিচালক আরো বলেন, মসলা জাতীয় ফসলের কৌলিসম্পদ সংগ্রহ, সংরক্ষণ, উচ্চফলনশীল ও উন্নত মানসম্পন্ন মসলা ফসলের ওপি ও হাইব্রিড জাত উদ্ভাবন, সমস্যা সংকুল এলাকা ও প্রতিকুল পরিবেশে খাপ খাওয়ানো উপযোগী প্রযুক্তি উদ্ভাবন, বিশেষ করে প্রক্রিয়াজাত মসলা ফসলের উন্নয়ন ও বহুমুখীকরণ, গুণগত মানসম্পন্ন মসলা জাতীয় পণ্যের উৎপাদন, বানিজ্যিকীকরণ প্রযুক্তি, ব্যাপকহারে বীজ উৎপাদন ব্যবস্থা ও কৃষকদের মাঝে বিনামূল্যে বা সুলভ মূল্যে বিতরণ, গবেষণা লব্ধ ফলাফল বিস্তারের সুবিধা- কৃষি সম্প্রসারণ ডিএই-এনজিওসহ সাংগঠনিক ব্যবস্থাপনা জোরদারকরণ।

মসলা গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা চাহিদা পূরণে বিএআরআই উদ্ভাবিত বিভিন্ন মসলার উন্নত জাত এবং টেকসই প্রযুক্তি বিস্তারের বিকল্প নেই।

 

 

 

 

 

 

 

 

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

  • Font increase
  • Font Decrease

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের এক সভা ২৯ মার্চ ২০২৩, বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি এতে সভাপতিত্ব করেন।

সভায় আইডিবি-র প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালকবৃন্দ, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস উপস্থিত ছিলেন।

;

ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে কমেছে ডিম ও মুরগির মাংসের দাম



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রমজান মাসকে কেন্দ্রকরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সুলভমূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। শুরুতে ডিম ও ড্রেসিং করা মুরগির মাংসের দাম বেশি থাকলেও আজ বুধবার থেকে নতুন দামে বিক্রি হবে। বাজারে খোলাবাজারে দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডা. মোহাম্মদ রেয়াজুল হক।

তিনি বলেন, মঙ্গলবার (২৮ মার্চ) প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এসব পণ্য সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বাজারে এসব পণ্যের দাম কমার বিষয়টি উঠে এসেছে। সেটি বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে ডিম ও ড্রেসড ব্রয়লার মুরগির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরো বলেন, বাজারে দাম কিছুটা কমায় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রেও দামের সমন্বয় করা হয়েছে। এক্ষেত্রে ডিম ডজনপ্রতি দাম ১২০ টাকার পরিববর্তে ১১০ টাকা এবং ড্রেসড ব্রয়লার মুরগি ৩৪০ টাকার পরবিবর্তে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা বুধবার (২৯ মার্চ) থেকে নতুন দামে এসব পণ্য বিক্রি করা হবে। বাজারে এসব পণ্যের দাম কমলে তা সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

রাজধানীর নতুনবাজার (বাড্ডা), কড়াইল বস্তি, খামারবাড়ি, আজিমপুর মাতৃসদন, গাবতলী, দিয়াবাড়ী (উত্তরা), জাপান গার্ডেন সিটি, ৬০ ফুট রোড, খিলগাঁও (রেলক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আবদুল গণি রোড), সেগুনবাগিচা (কাঁচাবাজার), আরামবাগ, রামপুরা, কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), বছিলা, হাজারীবাগ (সেকশন), লুকাস মোড় (নাখালপাড়া), নয়াবাজার (পুরান ঢাকা) এবং কামরাঙ্গীর চর এলাকায় সুলভমূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।

নতুন দাম অনুযায়ী এখন থেকে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি ৩০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম ডজন ১১০ টাকা মূল্যে বিক্রয় করা হবে।

;

দেশে ৪৩ দিন পর করোনাভাইরাসে একজনের মৃত্যু



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

দেশে প্রায় দেড় মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই একজনের মৃত্যুর সঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৭ জন।

এর আগে সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়। এরপর এরপর গত ৪৩ দিন করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মঙ্গলবার সকাল পর্যন্ত এক দিনে মোট ১ হাজার ৬২৮টি নমুনা পরীক্ষা করা হয়। রোগী শনাক্ত হয় ৭ জন। শনাক্ত রোগীদের সবাই ঢাকা মহানগরের বাসিন্দা। দেশের বাকি ৬৩ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত করোনারোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ১৪ জন হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০ রোগীর সেরে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৮২১ জন।

;

গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের কাজের সমন্বয় থাকা জরুরি: প্রতিমন্ত্রী



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

  • Font increase
  • Font Decrease

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের কাজের সমন্বয় থাকা জরুরি।

সোমবার (২৭ মার্চ) বুয়েটে হাইড্রোকার্বন ইউনিট এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের “জ্বালানি গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি” সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে সাশ্রয়ী মূল্য আমাদের অন্যতম চ্যালেঞ্জ। আগামীদিনের সিদ্ধান্ত নিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতেই হবে। আমাদের দেশের পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকেই সমাধান বের করতে হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কারিগরি সংস্থা হিসেবে হাইড্রোকার্বন ইউনিট তৈল ও গ্যাসের মজুদ ও সম্ভাব্য উৎস নিরূপন ও হালনাগাদকরণ; জ্বালানি সংক্রান্ত ডাটাবেস এর হালনাগাদকরণ ও সম্প্রসারণ; উৎপাদন বন্টন চুক্তি এবং যৌথ উদ্যোগ চুক্তি বিষয়ে মতামত প্রদান; জ্বালানির অভ্যন্তরীণ ও আঞ্চলিক বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ; তৈল ও গ্যাসের অনুসন্ধান, উন্নয়ন ও উৎপাদন এর পরিকল্পনা ও পর্যালোচনা; জ্বালানি খাতের সংস্কার বিষয়ে সুপারিশ করে । এসব খাতে সত্যিকারের গবেষণা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন ।

তিনি আরও বলেন, হাইড্রোকার্বন ইউনিটের সাথে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই সমঝোতা গবেষণার ক্ষেত্রকে আরো সম্প্রসারিত করবে।

প্রতিমন্ত্রী এসময় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানির অবস্থা, ভূর্তকি, সেচ, হাইড্রোজেন ফুয়েল, ফসিল ফুয়েল, নাবায়নযোগ্য জ্বালানি, এনার্জি ইকোনমিক্স ইত্যাদি বিষয় নিয়ে আলোকপাত করেন।

বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ডঃ মোঃ খায়েরুজ্জামান মজুমদার, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খান, জ্বালানি ও টেকসই গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মেদি ও হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক মিজ তাহমিনা ইয়াসমিন বক্তব্য রাখেন।

;