লেনদেন বেড়েছে এজেন্ট ব্যাংকিংয়ে

  • নিউজ ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন বাড়ছে দ্রুতগতিতে।

এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন বাড়ছে দ্রুতগতিতে।

এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন বাড়ছে দ্রুতগতিতে। করোনা মহামারিতে ব্যাংক শাখার ভিড় এড়াতে অনেক গ্রাহক ছোটখাটো লেনদেন সেরে নিচ্ছেন এজেন্ট আউটলেটগুলোতে। বর্তমানে ২৯টি ব্যাংক এ সেবা চালু করেছে। ব্যাংক এশিয়া প্রথম কার্যক্রম শুরু করলেও বর্তমানে এজেন্ট ব্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ করা পরিসংখ্যানে দেখা যায়, ২০২১ সালে এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর মাধ্যমে ৪ লাখ ৬০ হাজার ৮৯৬ কোটি টাকা লেনদেন করেন এ খাতের গ্রাহকরা। ২০২০ সালে এই লেনদেন ছিল ২ লাখ ৯৩ হাজার ৩৮ কোটি টাকা। সেই হিসেবে এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে লেনদেন বেড়েছে ৫৭ দশমিক ২৮ শতাংশ বা ১ লাখ ৬৭ হাজার ৮৫৭ কোটি টাকা।

বিজ্ঞাপন

এছাড়া এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর মাধ্যমে গত এক বছরে ৪৪ লাখ নতুন হিসাব খুলেছেন গ্রাহকরা। আমানত বেড়েছে ৮ হাজার ৩৬৮ কোটি টাকা।

বর্তমানে ২৯টি বাণিজ্যিক ব্যাংক ১৩ হাজার ৯৫১টি এজেন্টের আওতায় ১৯ হাজার ২৪৭টি আউটলেটের মাধ্যমে এ সেবা দিচ্ছে। এগুলোর মধ্যে ১৬ হাজার ৫৯৩টিই গ্রামাঞ্চলে সেবা কাজ পরিচালনা করছে। ২০২১ সালে ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং আউটলেট বেড়েছে ৩ হাজার ৩৩৯টি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আউটলেট সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। ঢাকায় মোট আউটলেট ৪ হাজার ৭৫৭টি। এর পরই ৪ হাজার ৮১টি আউটলেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম। এ ছাড়া খুলনায় ২ হাজার ৩৯৬, রাজশাহীতে ২ হাজার ৩৭২, রংপুরে ২ হাজার ১৯, বরিশালে ১ হাজার ২৭৬, সিলেটে ১ হাজার ১৮১ ও ময়মনসিংহে ১ হাজার ১৬৫টি আউটিলেট রয়েছে।

ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট সংখ্যা ৫ হাজার ৫০৩টি। ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেট ৪ হাজার ৮৯৮টি। আর তৃতীয় অবস্থানে থাকা ইসলামী ব্যাংকের আউটলেট ২ হাজার ৬৭৬। এরপর সিটি ব্যাংকের ১ হাজার ১৮২ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫৭২টি আউটলেট রয়েছে।