স্বপ্ন এখন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে
নারায়ণগন্জের সিদ্ধিরগঞ্জে নতুন আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।
বুধবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ- এর হিরাঝিল আবাসিক এলাকার সিদ্ধিরগন্জে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইনভেস্টর আলহাজ্ব আব্দুল মতিন মিয়া, স্বপ্ন'র হেড অব বিজনেস এক্সপ্যানশন মো: শামসুজ্জামান, রিজিওনাল সেলস ম্যানেজার শফিকুল ইসলাম, জোনাল ম্যানেজার ইনভেন্টরী অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট আনিত্য তালুকদারসহ অনেকে।
স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪২টি জেলায়। নারায়ণগন্জের সিদ্ধিরগন্জে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।
স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।