পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্টারন্যাশনালের বাংলাদেশের অনুমোদিত পরিবেশক ইউনাইটেড লুব অয়েল লিমিটেড দেশের বাজারে আনল পেট্রোনাস নেক্সটা।
এটি আধুনিক গাড়ির জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি উদ্ভাবনী পণ্য যা ইতালির তুরিনে প্রতিষ্ঠিত কোম্পানির গ্লোবাল রিসার্চ অ্যান্ড টেকনোলজি সেন্টারে প্রস্তুত করা হয়েছে। ইটালিয়ান টেকনলোজি সমন্বয়ে উৎপাদিত হয়েছে এই লুব্রিকেন্ট, যা ভোক্তাদের দেবে আকর্ষণীয় মূল্যে সিন্থেটিক লুব্রিকেন্টস ব্যবহার করার সুবিধা।
পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্টারন্যাশনালের হেড অফ সাউথইস্ট এশিয়া ক্লাস্টার গ্যান সূন কিয়াট বলেছেন, “উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক পণ্যের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন হচ্ছে পেট্রোনাস নেক্সটা। আমরা এমন একটি পণ্য তৈরি করেছি যা গুণগত মান ঠিক রেখে আকর্ষণীয় মূল্যে দিচ্ছে গাড়ি রক্ষণাবেক্ষণের নিশ্চয়তা। উদ্ভাবনী এই পণ্যটি বাংলাদেশের বাজারে আমাদের অবস্থানকে আরও দৃঢ় করবে এবং গ্রাহক সংখ্যা আরো বাড়াতে সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস।
ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের পরিচালক ওয়ায়েজ মাহমুদ বলেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ভোক্তাদের এমন একটি লুব্রিকেন্টস সরবরাহ করা যাতে তাদের গাড়িটি সুরক্ষিত থাকে এবং তারা গাড়িটির সর্বোচ্চ কার্যক্ষমতা উপভোগ করতে পারেন। পেট্রোনাস নেক্সটার উন্নত ফর্মুলেশন ইঞ্জিনের আয়ু বাড়িয়ে ড্রাইভিংকে স্বাচ্ছন্দ্যময় করে তুলে।
সাশ্রয়ী ও উচ্চমানসম্পন্ন লুব্রিকেন্টসের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করেছে পেট্রোনাস নেক্সটা ৷ পেট্রোনাস নেক্সটা এশিয়ার বাজারের পাশাপাশি অন্যান্য বৈশ্বিক বাজারেও পণ্যটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
চলতি ডিসেম্বর থেকে সারা দেশে অনুমোদিত পেট্রোনাস ডিলার, ওয়ার্কশপ, খুচরা যন্ত্রাংশ এবং খুচরা আউটলেটে পেট্রোনাস নেক্সটা পাওয়া যাচ্ছে। এখন থেকে পেট্রোনাস নেক্সটা ব্যবহার করে ইঞ্জিনকে সুরক্ষিত রাখার সুযোগ পাবেন ভোক্তারা।
দুর্যোগকালীন সময়ের প্রস্তুতি পরীক্ষা ও শক্তিশালী করার লক্ষ্যে অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান (বিসিপি) ড্রিল ২০২৪ সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী এই ড্রিলে, বাস্তব সম্ভাবনার আলোকে তৈরি একটি কাল্পনিক প্রতিকূল পরিস্থিতিতে ব্যাংকের গুরুত্বপূর্ণ ইউনিটগুলো — যেমন অ্যাকাউন্ট সার্ভিসেস, অ্যাসেট অপারেশন্স, কার্ড অপারেশনস, পেমেন্টস অ্যান্ড ট্র্যানজ্যাকশনস, ট্রেড সার্ভিসেস, ট্রেজারি অপারেশন্স, ফাইন্যান্স, এজেন্ট ব্যাংকিং, কল সেন্টার ইত্যাদি ইউনিট ন্যূনতম সমস্যার সম্মুখীন হয়ে তাদের দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্নে সম্পাদন করে।
ব্র্যাক ব্যাংকের একটি পূর্ণাঙ্গ বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান রয়েছে, যা প্রাকৃতিক দুর্যোগ বা ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে কোনো পরিস্থিতিতে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে।
বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ব্যাংকিং খাতের এমন একটি ব্যবস্থা, যা দুর্যোগকালীন সময়ে গ্রাহকদের সেবা অব্যাহত রাখতে ব্যাংকের প্রয়োজনীয় কার্যক্রম ও রিকভারি সিস্টেম নিয়ে কাজ করে। বিসিপি’র মূল লক্ষ্য হলো বিভিন্ন বাধা-বিপত্তির প্রভাব কমিয়ে ব্যাংকের কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে পুনরায় শুরু করা।
ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ সফলভাবে সম্পাদনের লক্ষ্যে এই ড্রিলে ব্যাংকের ২৬টি বিভাগের ১০০-এর বেশি কর্মকর্তা অংশ নেন। বিসিপি ড্রিল অনুসারে, এসব গুরুত্বপূর্ণ কার্যক্রম কোনো বড় দুর্যোগের সময়ও নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া যাবে।
বিসিপি ড্রিল নিয়ে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ রিস্ক অফিসার আহমেদ রশীদ জয় বলেন, “প্রাকৃতিক দুর্যোগের সময়েও ব্র্যাক ব্যাংক গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য আমরা নিয়মিত বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল পরিচালনা করি, যাতে ভবিষ্যতে সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি কমানো যায়। এই ড্রিল আমাদের গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা এবং দুর্যোগকালীন সময়েও সেবা চালিয়ে যাওয়ার অঙ্গীকারের প্রতিফলন।”
বছর শেষে স্মার্টফোনপ্রেমিদের দারুণ খবর দিচ্ছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। প্রায় ২ বছর পর আবারো দেশে আসছে ভিভোর ফ্লাগশিপ এক্স সিরিজের ফোন। অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তি আর অসাধারন পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়ে আসছে ভিভোর নতুন স্মার্টফোন এক্স২০০।
নিয়মিতভাবে দেশে মিলছে ভিভোর ওয়াই ও ভি সিরিজের ফোন। এরইমধ্যে ভিভোর ওয়াই ও ভি সিরিজ দেশজুড়ে মানুষের মন জয় করেছে। ২০২১ সালে দেশে এসেছিল এক্স৬০ প্রো এবং এক্স৭০ প্রো ফাইভজি। ২০২২ সালে আসে এক্স৮০ ফাইভজি। এই তিন স্মার্টফোন বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে তিন স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তি বেশ নজর কাড়ে। পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফাররা এক্স সিরিজের ওই তিন স্মার্টফোনের প্রশংসা করেন। ভিভো এক্স৮০ফাইভজি দিয়ে নির্মিত হয় সাড়া জাগানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “চক্রাকার”।
ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই এক্স সিরিজ আবারো ফিরছে বাংলাদেশে। আরো অত্যাধুনিক প্রযুক্তির ভিভো এক্স২০০ ফ্লাগশিপ ফোন এখন আরো দুর্দান্ত।
ভিভো এক্স২০০ স্মার্টফোনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইসের টেলিফটো ক্যামেরা। যার মাধ্যমে দূরের দৃশ্যকে সহজেই দারুণভাবে ধারণ করা সম্ভব। ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং ১০০ গুণ হাইপারজুম প্রযুক্তির মাধ্যমে দূরের পাহাড়ের চূড়া, রাতের আকাশের জ্বলজ্বলে চাঁদ ধরা দেবে নিখুঁতভাবে। মাঠে বসে প্রিয় খেলোয়াড়ের প্রিয় মুহূর্তকে ধরা যাবে সহজেই। যেখানে ছবি শুধু একটি ফ্রেম নয়, বরং আপনার গল্পের ক্যানভাস হয়ে উঠবে।
ভিভো এক্স২০০ নিয়ে আসছে ইন্ডাস্ট্রির প্রথম থার্ড জেন সিলিকন অ্যানোড ব্যাটারি। যা পাতলা, অধিক ক্ষমতা এবং দীর্ঘস্থায়ী সহনশীলতার সঙ্গে তৈরি। সেইসাথে স্মার্টফোনটিতে থাকছে সেমি-সলিড ব্যাটারি প্রযুক্তি। ৫৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারির এই ফোনটি -২০°সেলসিয়াস তাপমাত্রায়ও মিলবে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স।
আর ভিভো এক্স২০০ -এর ডিজাইন? ফোনটির কোয়াড কার্ভড ডিসপ্লে শুধু ব্যবহারই নয়, দেখতেও মুগ্ধকর। ভিভো এক্স২০০ পাওয়া যাবে নেচারাল গ্রিন এবং কসমস ব্ল্যাক দুইটি অনন্য রঙে।
গ্রাহকদের চাহিদা ও ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট এখন ঢাকার উত্তরায়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এ সেলস্ সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সেন্টারের উদ্বোধন করেন ভাইপ্রেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মোল্লাহ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম সহ ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
স্বল্পতম সময়ের মধ্যে একটি নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্ট সামগ্রী। এর যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রতিনিয়ত আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুম গুলোতে। ভাইব্রেন্ট সামগ্রীর মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছে। এর পণ্যসামগ্রী নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তিতে তৈরি।
প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে জুতা ছাড়াও রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফ স্টাইল সামগ্রী। সকল আউটলেটে সহস্রাধিক ডিজাইনের বিভিন্ন লাইফস্টাইল সামগ্রীর কালেকশন রয়েছে।
নতুন শো-রুমের উদ্বোধন উপলক্ষে সপ্তাহব্যাপী যেকোনো পণ্যে ২৪% ছাড় সুবিধা রয়েছে। উত্তরার সোনারগাঁও জনপথে সেক্টর-১১ এর ৮ নং বাড়িতে ভাইব্রেন্টের ২২তম শো-রুমের উদ্বোধন করা হয়েছে। যেকোন সেবা পেতে যোগাযোগ করুন ০১৭১১৪০৬৮৬০।
যাত্রা শুরুর পর থেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে ভাইব্রেন্ট। এর কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রত্যেকটি জেলা শহরে এমনকি উপজেলা পর্যন্ত ভাইব্রেন্টের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহণ করা হয়। ইতিমধ্যে অনলাইন এর মাধ্যমেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহক সেবায় অন্তর্ভূক্ত হয়েছে।