দেশে রেকর্ড ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে একদিনে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই উৎপাদন হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত বছরের ১৬ এপ্রিল দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয় ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। তবে মঙ্গলবার ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ায় আগের সর্বোচ্চ রেকর্ডটি ভেঙে গেল।

পিডিবি সূত্র বলছে, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফল এই নতুন উৎপাদনের রেকর্ড৷