ঈদের আগে বোনাস হয়নি বিজিএমইএ-বিকেএমইএর ৩১ কারখানায়
বৃহস্পতিবার ঈদুল আজহা। বুধবার (২৮ জুন) পর্যন্ত তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এবং নিট পোশাকশিল্প মালিকদের সংগঠনের (বিকেএমইএ) সদস্যভুক্ত ৩১ কারখানার শ্রমিকরা বোনাস পাননি। এই তথ্য জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।
তথ্যমতে, বিজিএমইএ সদস্যভুক্ত মোট কারখানা এক হাজার ৬২৪টি, বিকেএমইএর ৬৯৯টি, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর ৩৫৯টি, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন ৩৯২টি ও পাটকল অধিদপ্তরের আওতাধীন মোট কারখানা ৯০টি।
এর মধ্যে বিজিএমইএর ২৩টি, বিকেএমইএর ৮টি, বিটিএমএর ১৪টি ও পাটকল অধিদপ্তরের ২৩টি কারখানার শ্রমিকরা ঈদের বোনাস এখনো পাননি। এছাড়া মে মাসের বেতন বকেয়া রয়েছে ৭৫টি কারখানার শ্রমিকদের। জুন মাসের ১৫ দিনের বেতন হয়নি ৬৩২টি কারখানায়।
শিল্প পুলিশের পরিসংখ্যান বলছে, বিজিএমইএর ৪৬টি, বিকেএমইএর ১৯টি, বিটিএমএর ৯টি, বেপজার ১টি কারখানায় মে মাসের বেতন হয়নি।
জুন মাসের বেতন হয়নি বিজিএমইএর ২৩১টি, বিকেএমইএর ২০৩টি, বিটিএমএর ৭৫টি, বেপজার ৯৩টি ও পাটকল অধিদপ্তরের ৩০টি কারখানায়।