এপিএ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সম্মাননা পেল বিদ্যুৎ বিভাগ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

এপিএ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সম্মাননা পেল বিদ্যুৎ বিভাগ

এপিএ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সম্মাননা পেল বিদ্যুৎ বিভাগ

২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দ্বিতীয় স্থান অর্জন করায় বিদ্যুৎ বিভাগকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান। পরে তা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নিকট হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

বুধবার (১৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্বারক তুলে দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে বিদ্যুৎ বিভাগসহ ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে ২০২১ সালের ১৮ জুলাই।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দ্বিতীয় স্থান আমাদের জন্য সন্তোষজনক নয়। আগামীতে অবশ্যই প্রথম স্থান অর্জন করতে হবে। দলগত প্রচষ্টা আরও সমন্বিত ও বেগবান করতে হবে।

বিজ্ঞাপন