বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স অ্যাওয়ার্ড পেল ইউএস-বাংলা

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স অ্যাওয়ার্ড পেল ইউএস-বাংলা

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স অ্যাওয়ার্ড পেল ইউএস-বাংলা

দেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স অর্জন করেছে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৩।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে ইন্টারকন্টিনেন্টাল হোটেল আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ইন-ফ্লাইট সার্ভিস, অভ্যন্তরীণ রুটে যাত্রী সংখ্যা, অন-টাইম ডিপারচার, ফ্লাইট সংখ্যা ও দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৩ অ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশের অন্যতম ট্রাভেল বিষয়ক পাক্ষিক ‘দ্য বাংলাদেশ মনিটর’।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম প্রতিষ্ঠানটির পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

বিজ্ঞাপন

পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়েত-উল-ইসলাম, বাংলাদেশ মনিটরের এডিটর কাজী ওয়াহিদুল আলম ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড, বেস্ট রিজিওনাল এয়ারলাইন ও বেস্ট অনটাইম ফ্লাইট ডিপারচার ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মনে করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সকল ধরনের স্বীকৃতিই যাত্রীদের আস্থার প্রতিদান আর সম্মানিত সকল যাত্রীরাই ইউএস-বাংলার একেকজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ।