শেয়ারবাজারে বড় দরপতন
সপ্তাহের শুরুতেই দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে৷ লেনদেনে অংশ নেয়া শতাধিক প্রতিষ্ঠান হারিয়েছে শেয়ারদর। ফলে শেয়ারবাজারের সব সূচকই ছিল আজ নিম্নমুখী। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ১৬ দশমিক ১৬ পয়েন্ট হারিয়েছে। গত সপ্তাহে এ সূচকটি ১৪ দশমিক ৬৯ পয়েন্ট হারিয়েছিল। আজ পুনরায় পতনের ফলে 'ডিএসই এক্স' ৬ হাজার ২৪০ পয়েন্টে নেমে এসেছে।
প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও কমেছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক 'ডিএস ৩০' আজ ৮ দশমিক ২৯ পয়েন্ট হারিয়েছে। শরীয়াহ সূচক 'ডিএসই এস' কমেছে ৫ দশমিক ৫২ পয়েন্ট।
সূচক কমলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে। রোববার এক্সচেঞ্জটিতে ৩০৮ প্রতিষ্ঠানের ১৪ কোটি ২৪ লাখ ২২ হাজার ৫০৬টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) ডিএসইতে ৩৬০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬১টিরই শেয়ারদর অপরিবর্তিত ছিল। দর কমেছে ১১৩ প্রতিষ্ঠানের। বিপরীতে মাত্র ৩৪ কোম্পানির শেয়ারদর আজ বৃদ্ধি পেয়েছে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ও দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একদিনে কোম্পানিটির ৪৫ কোটি ৮৭ লাখ টাকা মূল্যের ২ কোটি ২৮ লাখ ২৮ হাজার ২৮২টি শেয়ার হাতবদল হয়েছে। শেয়ারটি আজ ২৩ দশমিক ৫৬ শতাংশ বেড়ে সর্বশেষ ২১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। অপরদিকে, সর্বোচ্চ দরপতন হওয়া জিলবাংলা সুগার মিলের শেয়ারদর আজ ১৭ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।
এদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক 'সিএএসপিআই' ৩৬ দশমিক ৯২ পয়েন্ট কমেছে। এক্সচেঞ্জটিতে আজ ১৪৬ প্রতিষ্ঠানের ৭ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার ৯২০ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৪টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। দর বেড়েছে মাত্র ২৪টির। বিপরীতে ৫৮ কোম্পানির শেয়ারের দাম কমেছে।