আবারও দরপতনে শেয়ারবাজার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

উত্থানে দিন শুরু হলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি দেশের শেয়ারবাজার। লেনদেন শেষে কমেছে সব মূল্য সূচক। তবে আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র মতে, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ নভেম্বর) লেনদেনের শুরুতে ডিএসইর সব সূচকই ছিল ঊর্ধ্বমুখী। তবে লেনদেন শেষে এক্সচেঞ্জটির প্রধান সূচক 'ডিএসই এক্স' ৪ দশমিক ১১ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি নেমে এসেছে ৬ হাজার ২২৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকও কমেছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক 'ডিএস ৩০' এদিন ১ দশমিক ২৯ পয়েন্ট হারিয়েছে। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর 'ডিএসই এস' সূচক কমেছে ১ দশমিক ১৪ পয়েন্ট।

বিজ্ঞাপন

সব মূল্য সূচক নিম্নমুখী হলেও ডিএসইতে আজ শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর এক্সচেঞ্জটিতে ২২৭ প্রতিষ্ঠানের ২০ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ৪২০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৫৪৯ কোটি ১০ লাখ টাকা। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) ডিএসইতে ৩৭০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ১৭৮ কোটি ৭২ লাখ টাকা।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮১ প্রতিষ্ঠানের শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর হারিয়েছে ৯৩ কোম্পানির শেয়ার। বিপরীতে মাত্র ৫৩ কোম্পানির শেয়ারদর আজ বৃদ্ধি পেয়েছে। 

সপ্তাহের প্রথম কার্যদিবসে সবচেয়ে বেশি শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির ২৮ কোটি ১৮ লাখ টাকা মূল্যের ১ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৩১০টি শেয়ার হাতবদল হয়েছে।

রোববার ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একদিনে কোম্পানিটির শেয়ারের দাম ১৩ টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর সর্বোচ্চ দর হারানো এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর কমেছে ৯ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) পতন হয়েছে। এক্সচেঞ্জটির সার্বিক সূচক 'সিএএসপিআই' আজ ৯ দশমিক ৮৭ পয়েন্ট হারিয়েছে। দিনভর এক্সচেঞ্জটিতে ১৬১ কোম্পানির ৮ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮১টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। দর কমেছে ৪৪টির। বিপরীতে মাত্র ৩৬ কোম্পানির শেয়ারদর রোববার বৃদ্ধি পেয়েছে।