লভ্যাংশ কমিয়েছে সিলকো ফার্মা-ঢাকা ডায়িংয়ের নো ডিভিডেন্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। এর মধ্যে সিলকো ফার্মা গত বছরের তুলনায় এবার কম লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর ঢাকা ডায়িং শেয়ারহোল্ডারদের জন্য 'নো ডিভিডেন্ড' ঘোষণা করেছে।

সোমবার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে (৩০ জুন, ২০২৩) সিলকো ফার্মার শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। এক বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৭ পয়সা। ফলে ২০২৩ সালের জন্য কোম্পানির উদ্যোক্তা, স্বতন্ত্র পরিচালক ও শেয়ারহোল্ডারদের নগদ ৩ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কোম্পানির পরিচালকরা এ লভ্যাংশ পাবেন না।

সিলকো ফার্মা জানিয়েছে, উদ্যোক্তা, স্বতন্ত্র পরিচালক ও শেয়ারহোল্ডারদের কাছে বর্তমানে ৬ কোটি ৩৫ লাখ ২৮ হাজার ৬৩০টি শেয়ার রয়েছে। এসব শেয়ারের বিপরীতে তাদের লভ্যাংশ বাবদ ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৮৯ টাকা পরিশোধ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, ২০২২ সালে শেয়ার প্রতি ৮১ পয়সা আয় করে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানিটি।

এদিকে, সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২৩) বড় লোকসান দিয়েছে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এক বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৮ পয়সা করে। এ হিসাবে কোম্পানিটির মোট লোকসান হয়েছে ৫ কোটি ৫ লাখ ৪৯ হাজার টাকা। ফলে ২০২৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা দেওয়ায় আজ সিলকো ফার্মা ও ঢাকা ডায়িংয়ের শেয়ারে সার্কিট ব্রেকার কার্যকর থাকবে না বলে জানিয়েছে ডিএসই। ফলে সোমবার কোম্পানিগুলোর শেয়ার দর ইচ্ছে মতো বাড়তে পারবে। তবে ফ্লোর প্রাইসের (শেয়ারের সর্বনিম্ন দর) নিচে কোনো কোম্পানির শেয়ারই নামতে পারবে না।