সুদহার বৃদ্ধির প্রভাবে শেয়ারবাজারে বড় পতন
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনতে নীতি সুদসহ সব ধরনের সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বড় পতন দেখেছে দেশের পুঁজিবাজার।
সোমবার (২৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই কমেছে। একইসঙ্গে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণও।বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের সুদহার বৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা পুঁজিবাজার বিমুখ হচ্ছেন।
সূত্র মতে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ২০ দশমিক ১৫ পয়েন্ট হারিয়েছে। গতকালও নিম্নমুখী ছিল এ সূচক। আজ লেনদেন শেষে সূচকটি স্থির হয়েছে ৬ হাজার ২০৯ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও কমেছে। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক 'ডিএসই এস' ও বাছাই করা কোম্পানিগুলো সূচক 'ডিএস ৩০' ৪ দশমিক ০৫ পয়েন্ট করে হারিয়েছে।
সূচকের সঙ্গে ডিএসইতে লেনদেনও কমেছে। সোমবার এক্সচেঞ্জটিতে ২৯০ প্রতিষ্ঠানের ১৩ কোটি ১৭ লাখ ৫২ হাজার ৩০৩টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩৬৯ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল ডিএসইতে ৫৪৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ একদিনের ব্যবধানে প্রধান শেয়ারবাজারে লেনদেন কমেছে ১৭৯ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে আজ ১৩৯টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। দর কমেছে ১৩৪টির। বিপরীতে মাত্র ১৭ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
সোমবার ডিএসইর প্রধান সূচক যতটুকু কমেছে তা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। বাজার বিশ্লেষকরা মনে করছেন, সুদহার বাড়ানোর কারণেই পুঁজিবাজারে আজ বড় পতনের কারণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বার্তা২৪.কমকে বলেন, লেনদেনের শেষ মুহূর্তে বড় পতন হয়েছে। মূলত ব্যাংক সুদহার বৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা মানি মার্কেটের (মুদ্রা বাজার) দিকে ঝুঁকছেন। এজন্য ক্যাপিটাল মার্কেটে (শেয়ারবাজার) নেতিবাচক প্রভাব পড়েছে।
তিনি বলেন, ব্যাংক সুদহার এখন প্রায় ১১ শতাংশ। শেয়ারবাজারে বিনিয়োগ করে তো ১১ শতাংশ ডিভিডেন্ড ইয়েল্ড পাচ্ছে না বিনিয়োগকারীরা। তারা কেন পুঁজিবাজারে বিনিয়োগ করবে?
এদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক 'সিএএসপিআই' আজ ৬৩ দশমিক ৩৬ পয়েন্ট হারিয়েছে। এক্সেঞ্জটিতে আজ ১৫০ প্রতিষ্ঠানের ৫ কোটি ৩৮ লাখ ৪১ হাজার শেয়ার হাতবদল হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮১টির শেয়ারদর কমেছে। দর কমেছে মাত্র ১৫ কোম্পানির। বাকি ৫৪ প্রতিষ্ঠানের শেয়ারদর আজ বেড়েছে।
উল্লেখ্য, ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনতে গতকাল (রোববার) নীতি সুদসহ সব ধরনের সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টরা মনে করছেন এজন্যই সোমবার বড় পতন দেখেছে দেশের পুঁজিবাজার।