তিন মাসে মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা ৯১ কোটি টাকা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি ৯১ কোটি টাকার বেশি মুনাফা করেছে।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র মতে, প্রথম প্রান্তিকে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪২ পয়সা ৷ অর্থাৎ তিন মাসে জ্বালানি খাতের কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৯১ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৬২৯ টাকা। ২০২২ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ছিল ৮ টাকা ৭০ পয়সা। অর্থাৎ গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় শেয়ার প্রতি আয় ২৮ পয়সা করে কমেছে।

মুনাফায় ভাটা পড়ার কারণ হিসেবে মেঘনা পেট্রোলিয়াম বলছে, গত তিন মাসে কোম্পানির বিক্রি কমেছে। বেড়েছে পরিচালন ব্যয়। ফলে কোম্পানিটির আয় কিছুটা কমেছে।

বিজ্ঞাপন

এদিকে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ঋনাত্মক (নেগেটিভ) হয়েছে। প্রান্তিক শেষে কোম্পানিটির এনওসিএফপিএস দাঁড়িয়েছে ঋণাত্মক ৬৮ দশমিক ৯১ টাকা। এর কারণ হিসেবে জ্বালানি খাতের কোম্পানিটি বলছে, কর্মচারীদের বেতন বৃদ্ধি ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অর্থ পরিশোধের পরিমাণ বাড়ায় এনওসিএফপিএস ঋণাত্মক হয়েছে।

ইপিএস কমলেও মেঘনা পেট্রোলিয়ামের সম্পদের মূল্য বেড়েছে। ৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৮ টাকা ৪৩ পয়সায়। এ হিসেবে কোম্পানিটির সম্পদের বর্তমান মূল্য দুই হাজার ২৫৫ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার টাকা। গত ৩০ জুন মেঘনা পেট্রোলিয়ামের এনএভিপিএস ছিল ২০০ টাকা ১ পয়সা।