পুঁজিবাজারে গতি ফেরার আভাস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকই বেড়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও লেনদেনে গতি ফেরার আভাস মিলেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রমতে, সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ৯ দশমিক ৩৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বাছাই করা কোম্পানিগুলোর 'ডিএস ৩০' সূচকে একই সময়ে ১ দশমিক ৫৫ পয়েন্ট যোগ হয়েছে। আর শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক 'ডিএসই এস' এখন পর্যন্ত দশমিক ৭৫ পয়েন্ট বেড়েছে।

বিজ্ঞাপন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে শেয়ারবাজারে লেনদেনে কিছুটা গতি ফেরার আভাস মিলেছে। প্রথম ঘণ্টায় ডিএসইতে ২৪৫ প্রতিষ্ঠানের ৪ কোটি ২২ লাখ ৭৮ হাজার ১৩২টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ১৪৬ কোটি ১৮ লাখ টাকা।রোববার(৩ ডিসেম্বর) এক ঘণ্টায় এক্সচেঞ্জটিতে ১১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৮টির শেয়ারদরই অপরিবর্তিত ছিল। দর কমেছে ৪১টির। বিপরীতে ৯৬ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

রোববার লেনদেনের শুরুতে সবচেয়ে বেশি মূল্যের শেয়ার হাতবদল হয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের। এক ঘণ্টায় কোম্পানিটির ১২ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ৪১ লাখ ৬৯ হাজার ৩৩৭টি শেয়ার হাতবদল হয়েছে।  এখন পর্যন্ত শেয়ারদর বৃদ্ধিতে এগিয়ে আছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড। বেলা ১১টা পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারদর ৪ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।