এটিবিতে লেনদেন হবে শাহজালাল ইসলামী ব্যাংকের বন্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকা মূল্যের বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৯০তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেয়া হয়। সভা শেষে সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

জানা গেছে, মুদরাবা ফ্লোটিং রেট নন-কনভার্টিবল আনসিকিউরড সাবঅর্ডিনেট বন্ডটির কুপন রেট হবে ৬ থেকে ৯ শতাংশ পর্যন্ত। শাহজালাল ইসলামী ব্যাংকের এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট বন্ডটি ইস্যু করা হবে।

বিএসইসি জানায়, বন্ড ইস্যুর অর্থ দিয়ে শাহজালাল ইসলামী ব্যাংক তাদের টায়ার-২ ক্যাপিটাল শক্তিশালী করবে। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড বা এটিবি মার্কেটে লেনদেন হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শাহজালাল ইসলামী ব্যাংকের এ বন্ডের ট্রাস্টি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বন্ডটির অ্যারেঞ্জারের দায়িত্ব পালন করবে।