স্বপ্ন'র নতুন আউটলেট পাবনার সুজানগরে
পাবনার সুজানগরের মোল্লা সুপার মার্কেটে নতুন একটি আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা-২ (সুজানগর, আমিনপুর) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, সুজানগর শাখার বিনিয়োগকারী আব্দুল আউয়াল, স্বপ্ন’র রিজিওনাল হেড অব অপারেশন মো. আব্দুল্লাহ আল মাহবুব, জোনাল ম্যানেজার আতিকুর রহমান, বিভাগীয় এক্সপানশন ইনচার্জ মো. সারওয়ার জাহান, আউটলেট ম্যানেজার সাদ্দাম সাকিবসহ আরও অনেকে।
স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, গ্রাহকদের সুবিধার্থে স্বপ্ন এখন প্রায় দেশজুড়ে। পাবনার সুজানগর এলাকায় অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্ন’র এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।
স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।
স্বপ্ন’র নতুন এই আউটলেট থেকে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করতে হবে ০১৭৭৬-৫৮৫৮৬০ নম্বরে।