রিজার্ভ কমে এখন ২০ বিলিয়ন ডলারের নিচে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, নতুন বছরের শুরুতেই দেশের গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৭০০ কোটি ডলার। গতকাল বুধবার গ্রস রিজার্ভ নেমে ২৫ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলারে এসেছে। সে হিসাবে এক মাসের ব্যবধানে রিজার্ভ থেকে কমেছে ১৯১ কোটি ডলার বা ১ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের শর্তানুযায়ী (বিপিএম-৬ ম্যাথড) এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যার পরিমাণ প্রায় ৫ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্টে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়নের ঘর ছাড়িয়েছিল। এরপর রিজার্ভ থেকে ২৯ বিলিয়ন ডলারের মতো বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রিজার্ভের ধারাবাহিক পতনের পাশাপাশি ডলারের দরও বেড়েছে অনেক। ২০২১ সাল নাগাদ আমদানির জন্য প্রতি ডলার ৮৫-৮৬ টাকায় পাওয়া যেত। এখন প্রতি ডলারের জন্য ১২২-১২৩ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এরপরও কাঙ্ক্ষিত ডলার না পেয়ে অনেকে এলসি খুলতে পারছেন না।