আইটিএফসির সঙ্গে ২.১ বিলিয়ন ডলারের ঋণচুক্তি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

তেল-গ্যাস আমদানিতে ২ দশমিক ১ বিলিয়ন ডলার ঋণ দেবে ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি)। বিষয়টিকে বাংলাদেশের জন্য মাইলফলক হিসেবে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত ঋণ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইটিএফসির পক্ষে সিইও এম নাজিম নুরদালি। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, আমরা অনেকদিন ধরেই আইডিবিব জেদ্দার সহযোগিতা নিচ্ছি। এতদিন তাদের সহায়তায় শুধুমাত্র তেল কেনার জন্য ব্যবহৃত হতো। এবার ৫০০ মিলিয়ন গ্যাস, বাকি অর্থ তেল কেনার জন্য ব্যবহৃত হবে। এই চুক্তির মাধ্যমে জ্বালানি খাতের সংকট অনেকটা দূর হয়ে যাবে।

তিনি আরও বলেন, ২.১ বিলিয়ন ডলারের মধ্যে ১.৬ বিলিয়ন দেবে বাংলাদেশ ব্যাংক, অবশিষ্ট অর্থ ৫০০ মিলিয়ন দেবে আইডিবি জেদ্দা।

বিজ্ঞাপন