বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি ভারতের
বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত সরকার। আগামী ৩১ মার্চের মধ্যে এই পেঁয়াজ বাংলাদেশে পাঠাতে পারবে ভারতের রফতানিকারকরা।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভারতের ভোক্তা বিষয়ক দফতরের সচিব রোহিত কুমার সিং নয়াদিল্লিতে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ছাড়াও মরিশাসে ১ হাজার ২০০ টন, বাহরাইনে ৩ হাজার টন এবং ভুটানে ৫৬০ টন পেঁয়াজ রফতানির অনুমতি দেওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত ব্যবসায়ীদের এই পরিমাণ রফতানির অনুমতি দেওয়া হয়েছে।
নয়াদিল্লির ওই কর্মকর্তা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ এবং অন্য তিনটি দেশে পেঁয়াজ রফতানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আগামী ৩১ মার্চ পর্যন্ত ভারতের পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে গত বছরের ৪ ডিসেম্বর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।