রংপুরের বাজারে কমছে না পেঁয়াজের দাম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুরের বাজারে কমছে না পেঁয়াজের দাম

রংপুরের বাজারে কমছে না পেঁয়াজের দাম

রংপুরের বাজারে গরুর মাংস এবং ব্রয়লার মুরগির দাম বেড়েছে। অপরিবর্তিত দামেই বিক্রি হচ্ছে সবজি, চাল, চিনি, মাছ ও ডিম। তবে পেঁয়াজের দাম চড়া। কমতে শুরু করছে আটার দাম।

শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা বলছেন- পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেশি। এ কারণেই পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে। তারা প্রতিকেজি পেঁয়াজ ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি করছেন। পেঁয়াজের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা।

তারা বাজার মনিটরিং জোরদারের আহবান জানিয়ে বলেছেন- এখন পেঁয়াজের ভরা মৌসুম। বাজারে পর্যাপ্ত পেঁয়াজও রয়েছে। তবুও পেঁয়াজ কিনতে দামে হয়রানি হতে হচ্ছে ক্রেতাদের।

বিজ্ঞাপন

চালের বাজার ঘুরে জানা যায়, প্রতিকেজি মোটা চাল ৪৫-৪৮ টাকা, মোটা (স্বর্ণা) ৫০ টাকা, মিনিকেট চাল ৭২-৭৫ টাকা, পাইজাম ৫৫ টাকা, বিআর২৮ এবং ২৯ চাল ৬৩- ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে রুই, কাতলা, মৃগেল, সাটি, তেলাপিয়া, মাগুর শিং, চিংড়ি, পাঙ্গাস আগের দামেই বিক্রি হচ্ছে। বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৪ টাকায়। আদার কেজি ২০০-২৪০ টাকা। বাজারে গরুর মাংস ৬৮০-৭২০ টাকা এবং খাসির মাংস ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কোন কোন ব্যবসায়ী আরো বেশি দাম নিচ্ছেন বলেও অভিযোগ করছেন ক্রেতাসাধারণ।

সবজি বাজার ঘুরে দেখা যায়, আলু আকারভেদে ৩০-৬০ টাকা, শিম ৩০-৪০ টাকা, কচুর লতা ৬০-৭০ টাকা, মুলা ২০-২৫ টাকা, গাজর ৩০ টাকা, ফুলকপি প্রতিপিচ ২০ টাকা, বাঁধাকপি প্রতিপিচ ১৫-২০ টাকা, বেগুন ৩০-৬০ টাকা, পেপে ৩৫-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়িরা প্রতি আটি শাক বিক্রি করছেন ১০-১৫ টাকায়।

এদিকে রংপুরের বিভিন্ন বাজারে আসছে গ্রীষ্মকালীন সবজি। গ্রীষ্মের সবজি সজনে, করলা ও পটল ওঠেছে বাজারে। যদিও এসব পণ্যের দাম আকাশ ছোঁয়া।