বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে এআইআইবি ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) ভাইস চেয়ারম্যান রজত মিশ্রা।

মঙ্গলবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সঞ্চালন ব্যবস্থা বেসরকারিকরণ, নবায়ণযোগ্য জ্বালানি, বিদ্যুৎ আমদানি-রফতানিসহ বিভিন্ন ইস্যুসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংককে বাংলাদেশে আরও বড় আকারে দেখতে চাই। গ্যাস পাইপলাইন প্রকল্প, ভূগর্ভস্থ সঞ্চালন লাইন, বিতরণ লাইনে আধুনিকায়ন, নবায়ণযোগ্য জ্বালানি, গ্যাস মিটার, স্টোরেজ সিস্টেম, বায়ু ফুয়েল ইত্যাদি খাত ও উপখাতে বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে।

তিনি বলেন, আমরা মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চাই। এই অগ্রযাত্রায় এআইআইবিকে অংশীদার হিসেবে পেতে আগ্রহী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ৬০২ কিলোওয়াট ঘণ্টা হলেও আমরা দ্রুততার সঙ্গে ১৫০০ কিলোওয়াট ঘণ্টা করতে চাই। বিশাল কর্মযজ্ঞ-বিপুল বিনিয়োগ করতে চাই।

ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশ, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের অন্যতম অংশীদার। এআইআইবি বাংলাদেশে বিতরণ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে।

উল্লেখ্য, এআইআইবি’র অর্থায়নে ৯৫৬ দশমিক ৪১ মিলিয়ন ডলারের ৪টি প্রকল্প পিজিসিবি বাস্তবায়ন করছে। বিদ্যুৎ বিভাগের ৩ হাজার ৬৮ মিলিয়ন ডলারের ৬টি প্রকল্পের প্রস্তাব রয়েছে।

সাক্ষাৎকালে এআইআইবির এনার্জি স্পেশালিস্ট হ্যারিভাসকার রাঙারাজন ও সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট ফরহাদ আহমেদ, জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মো: হুমায়ুন কবীর এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তানিয়া খান উপস্থিত ছিলেন।