সোশ্যাল ইসলামী ব্যাংক ও বিকাশ- এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সোশ্যাল ইসলামী ব্যাংক ও বিকাশ- এর মধ্যে লিঙ্কড অ্যাকাউন্ট সার্ভিস সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত ৬ মার্চ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

বিজ্ঞাপন

ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ এর কাছে চুক্তিপত্রটি হস্তান্তর করেন বিকাশ-এর হেড অব ব্যাংকিং পার্টনারশীপ অ্যান্ড অপারেশন্স আদনান কবির রকি।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, আইসিটি ডিভিশনের প্রধান হোসেইন মোহাম্মদ ফয়সাল, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের প্রধান জী এম নূরুজ্জামান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এই চুক্তির ফলে সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকগণ বিকাশ থেকে ব্যাংকে এবং ব্যাংক থেকে বিকাশে লেনেদেন করতে পারবেন।

বিজ্ঞাপন