আংশিক উৎপাদনে থাকা আদানি বিদ্যুৎ পুরোপুরি বন্ধ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
আংশিক উৎপাদনে থাকা আদানি বিদ্যুৎ পুরোপুরি বন্ধ

আংশিক উৎপাদনে থাকা আদানি বিদ্যুৎ পুরোপুরি বন্ধ

  • Font increase
  • Font Decrease

কয়েক দিন ধরেই একটি ইউনিট বন্ধ থাকায় আংশিক উৎপাদনে ছিল ভারতের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি।

শনিবার (২৯ জুন) পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

ওই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। যা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) প্রতিবেদনে দেখা গেছে, গত ২১ জুন ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দিয়েছে।

আদানি গ্রুপের বাংলাদেশ অফিস সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা২৪.কমকে বলেছেন, বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে। আরেকটি ইউনিট টেকনিক্যাল সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে। দু’একদিনের মধ্যেই উৎপাদনে আসবে। বাংলাদেশের কাছে বিদ্যুৎ কেন্দ্রটির অনেক টাকা বকেয়া পড়ে রয়েছে। সেই বকেয়ার কোন ইস্যু এখানে রয়েছে কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বকেয়ার সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। পুরোপুরি টেকনিক্যাল কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

পিজিসিবি সূত্র জানিয়েছে, ঈদের ছুটির সময় চাহিদা কম থাকে, সে কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। আদানি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট সিডিউল রক্ষণাবেক্ষণে যায় ঈদের আগে। এটি আগামী ৫ জুলাই উৎপাদনে ফেরার কথা রয়েছে। হঠাৎ দ্বিতীয় ইউনিট থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে। এ ছাড়া পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬২২ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য ২৫ জুন থেকে বন্ধ। এতে ঢাকার বাইরে গ্রামাঞ্চলে লোডশেডিং দেখা দেয়।

আদানির বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত বছরের মার্চে। দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয় জুনে।

ঈদের পর থেকেই লোডশেডিংয়ের খবর আসছে। গ্রামে কোন কোন এলাকায় দিনে-রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না বলে অনেকে আক্ষেপ ঝাড়ছেন ফেসবুকে।

রফতানি প্রণোদনা হ্রাস টেক্সটাইল খাতকে ক্ষতিগ্রস্ত করবে: বিটিএমএ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
বিটিএমএর সংবাদ সম্মেলন

বিটিএমএর সংবাদ সম্মেলন

  • Font increase
  • Font Decrease

রফতানি প্রণোদনা আরও কমানো সরকারের সিদ্ধান্ত দেশীয় টেক্সটাইল খাতকে ক্ষতিগ্রস্ত করবে বলে জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলী বলেন, এটা একটা ষড়যন্ত্র। এর মাধ্যমে আমাদের শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোহাম্মদ আলী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিটিএমএর সহসভাপতি ফজলুল হক ও ফায়জুর রহমান।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি রফতানির বিপরীতে নতুন করে নগদ সহায়তা কমানোর আদেশ জারি করে। এ সিদ্ধান্তের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে বিটিএমএ সংবাদ সম্মেলনটির আয়োজন করে।

মোহাম্মদ আলী বলেন, রফতানি প্রণোদনা ক্রমান্বয়ে কমার কারণে প্রাথমিক বস্ত্র খাত আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাবে। তিনি বলেন. সরকারকে টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরের জন্য একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রণয়ন করতে হবে যাতে স্বল্পোন্নত দেশ (এলডিসি) ক্যাটাগরি থেকে স্নাতক হওয়ার পরেও দেশীয় শিল্প টিকে থাকতে পারে এবং ভালভাবে বৃদ্ধি পেতে পারে কারণ অন্যান্য প্রতিযোগী দেশগুলো ইতিমধ্যে এই ধরনের পরিকল্পনা তৈরি করেছে।

উদাহরণস্বরূপ, ভারত ২০০৪ সালে এলডিসি গ্রুপ থেকে একটি উন্নয়নশীল দেশে স্নাতক হয়েছে এবং এখনও সরাসরি নগদ ভর্তুকির বিকল্প হিসেবে টেক্সটাইল এবং পোশাক খাতের বৃদ্ধির জন্য প্রচুর প্রণোদনা দিচ্ছে, বলেন তিনি।

বিটিএমএ সভাপতি বলেন, প্রতি অর্থবছরে বস্ত্র ও পোশাাক খাতে রফতানির বিপরীতে মাত্র ৮ হাজার কোটি টাকা নগদ প্রণোদনা দেয় সরকার। এটি দেশের প্রায় ৮ লাখ কোটি টাকার জাতীয় বাজেটের তুলনাই খুবই সামান্য। এর বিপরীতে বিপুল পরিমাণ রফতানি আয়ে অবদান রাখছে বস্ত্র ও পোশাক খাত। কিন্তু সম্প্রতি বস্ত্র ও তৈরি পোশাক খাতে রফতানির বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা ব্যাপকভাবে কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটা বাস্তবায়িত হলে তা এ দুটি খাতে নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, গত তিন বছরের বেশি সময় ধরে জ্বালানি সংকটের কারণে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে গত কয়েক মাস যাবত তীব্র গ্যাস সংকটের কারণে কারখানাগুলো তাদের উৎপাদন ক্ষমতার ৪০-৫০ শতাংশের বেশি ব্যবহার করতে পারছে না। ফলে সুতা ও কাপড় উৎপাদন ব্যাপকভাবে কমেছে। এতে উৎপাদন খরচ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এতে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে এ খাতের প্রতিযোগিতার সক্ষমতা নষ্ট হচ্ছে। এর প্রভাব তৈরি পোশাক রফতানিতে দেখা যাচ্ছে। অন্যদিকে বস্ত্রশিল্পে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারও বিদেশিদের হাতে চলে যাচ্ছে।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে এক কিলোগ্রাম সুতার উৎপাদন খরচের ব্যবধান ২২ সেন্ট কারণ ভারতীয় সুতা প্রস্তুতকারকরা উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বিভিন্নভাবে আর্থিক সুবিধা দেওয়া হয়। বাংলাদেশে প্রতিবছর সুতার মোট চাহিদার ১৩ শতাংশ আসে ভারত থেকে, বলে জানান তিনি।

;

‘মৃতঘোড়া’য় রূপ নিচ্ছে কি এনার্জি রেগুলেটরি কমিশন!



সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
‘মৃতঘোড়া’য় রূপ নিচ্ছে কি এনার্জি রেগুলেটরি কমিশন!

‘মৃতঘোড়া’য় রূপ নিচ্ছে কি এনার্জি রেগুলেটরি কমিশন!

  • Font increase
  • Font Decrease

আবাসিকে মিটারবিহীন গ্রাহকদের গ্যাসের দাম বাড়ানো প্রশ্নে স্রেফ সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই করতে পারছে না বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সূত্র বলছে, সরকারের ভয়েই এমন একটি অমূলক আবেদন সরাসরি বাতিল করতে পারছে না নিয়ন্ত্রক সংস্থাটি। বরং ঝুলিয়ে রেখেছে বছরাধিক কাল ধরে। অথচ এব্যাপারে দালিলিক নথিপত্র বলছে এখনই এই দাম বাড়ানোর সুযোগ নেই। এতে উভয় সঙ্কটে পড়ে সিদ্ধান্ত দিতে পারছে না বিইআরসি। এই অহেতুক কালক্ষেপণকে নজিরবিহীন বলছেন জ্বালানি বিভাগ সংশ্লিষ্টরা। এমনকি বিষয়টিকে বেআইনিও বলছেন তারা। কারণ দাম বাড়ানোর পদক্ষেপ নিতে না পারায় এক বছর ধরে মিটারবিহীন আবাসিক গ্রাহকের গ্যাস বরাদ্দের পরিমাণ বাড়ানোর আবেদনটিও ঝুলিয়ে রেখেছে বিইআরসি।

দীর্ঘদিন এভাবে আবেদন ঝুলিয়ে রাখার সুযোগ নেই। হয় গ্রহণ করবে না হয়, বাতিল করে দেবে। এহেন সিদ্ধান্তহীনতা বিইআরসির জন্য আত্মঘাতি হতে পারে বলেই মত সংশ্লিষ্টদের।

তারা বলছেন, এতে করে বিইআরসি অকার্যকর হয়ে পড়বে। এক সময় ‘মৃত ঘোড়ায়’ পরিণত হবে সংস্থাটি!

যার মোক্ষম সুযোগটি তারাই নেবে যারা বিইআরসিকে অকার্যকর করে রাখতে চায়। এই ঘটনার নজীর টেনে তারা বলার বলার সুযোগ পাবে, বিইআরসির সক্ষমতা নেই। তারা সহজেই বলতে পারবে বিইআরসি সিদ্ধান্ত দিতে পারে না। যে ঢাল ব্যবহার করে এর আগেও বিইআরসি আইনকে কাটাছেঁড়া করা হয়েছে।

দেশে বর্তমানে মিটারবিহীন আবাসিক গ্রাহকের কাছ থেকে নির্ধারিত পরিমাণ গ্যাসের বিল আদায় করা হয়। গ্রাহক ব্যবহার করুক, না করুক অথবা বেশি ব্যবহার করলেও নির্ধারিত বিলই তাকে দিতে হয়।

এ অবস্থায় তিতাস গ্যাস বিদ্যমান এক চুলাবিশিষ্ট সংযোগে ৫৫ ঘনমিটার (৯৯০ টাকা) বরাদ্দ থেকে বাড়িয়ে ৭৬.৬৫ ঘনমিটার করার এবং দুই চুলাবিশিষ্ট সংযোগে ৬০ ঘনমিটার (১০৮০ টাকা) বরাদ্দ থেকে বাড়িয়ে ৮৮.৪৪ ঘনমিটার করার আবেদন দিয়েছে।

গ্যাসের পরিমাণ বেড়ে গেলে স্বাভাবিকভাবেই দামও বেড়ে যাওয়ার কথা। বিইআরসি সর্বশেষ গ্যাসের দাম বৃদ্ধির আদেশ দেয় ২০২২ সালের ৫ জুন। ওই আদেশ দেওয়ার আগে মার্চে গণশুনানি নেয়। তখন বিতরণ কোম্পানিগুলোর প্রিপেইড মিটার ব্যবহারকারি গ্রাহকদের পরিসংখ্যানে দেখা যায় গড়ে এক চুলা ৪০ এবং দুই চুলা সর্বোচ্চ ৫০ ঘনমিটার ব্যবহার করছে। প্রিপেইড গ্রাহকের ব্যবহারের পরিসংখ্যানের উপর ভিত্তি করে এক চুলা ৭৩.৪১ ঘনমিটার ও দুই চুলা ৭৭.৪১ ঘনমিটার থেকে কমিয়ে যথাক্রমে ৫৫ ও ৬০ ঘনমিটার করা হয়। বিইআরসির সেই আদেশের ১০ মাস পর আপত্তি জানায় তিতাস। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তার আবেদনে বলেছে, মিটারবিহীন কমবেশি ২৫ লাখ গ্রাহকের বিপরীতে কোনো সমীক্ষা বা তথ্য বিশ্লেষণ না করেই গ্যাস বরাদ্দের পরিমাণ নির্ধারণ করেছে বিইআরসি। এতে কারিগরি ক্ষতি বেড়েছে এবং সরকারি লাভজনক প্রতিষ্ঠান তিতাস আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

বিইআরসির সাবেক সদস্য (গ্যাস ২০২২) মকবুল ই-এলাহী চৌধুরী বার্তা২৪কমকে বলেছেন, তিতাস গ্যাসের অভিযোগ সত্য নয়। তার মতে, এই বরাদ্দ ৫০ ঘনমিটারের নিচে করা উচিত ছিল।

মকবুল চৌধুরী বলেন, তিতাসের যে সাড়ে ৩ লাখ প্রিপেইড মিটার ছিল সেখানে দেখা গেছে গড়ে ৪৫ ঘনমিটারের কম ব্যবহৃত হয়েছে। প্রিপেইড মিটারের বিলের তথ্য দেখলেই তা জানা যায়। বিষয়টির জন্য রকেট সায়েন্স জানা দরকার হয় না।

সারাদেশে প্রায় ৪৪ লাখ আবাসিক গ্রাহক রয়েছে, তার মধ্যে ৫ লাখের মতো প্রিপেইড মিটার ব্যবহার করেন। প্রিপেইড মিটার ব্যবহারকারিদের তথ্য প্রমাণ কোনভাবেই গ্যাস কোম্পানিগুলোর দাবিকে সমর্থন করে না। বেশিরভাগ পরিসংখ্যানে দেখা গেছে গড়ে ৩০ ঘনমিটারের কম গ্যাস ব্যবহার করছেন প্রিপেইড গ্রাহকরা। হাতের নাগালে সেসব তথ্য জ্বলজ্বল করছে। শুধু সেই পরিসংখ্যান নয় ২০১৯ সালে বিআইডিএসকে (বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান) দিয়ে একটি সমীক্ষা পরিচালনা করে বিইআরসি। মূল লক্ষ্য ছিল আবাসিকে প্রিপেইড মিটার ব্যবহারকারি ও মিটার বিহীন গ্রাহকদের গ্যাস ব্যবহারের একটি চিত্র তুলে আনা।

এতে দেশের ৬টি কোম্পানির গ্রাহকের উপর জরিপ পরিচালনা করা হয়। সেই রিপোর্টও হাতে রয়েছে বিইআরসির।

যদিও রিপোর্টটি রহস্যজনক কারণে চাপা দিয়ে রেখেছে সংস্থাটি। ২০১৯ সালের ডিসেম্বর ওই প্রতিবেদনটি দাখিল করেন বিআইডিএস এর সিনিয়র রিসার্স ফেলো ড. নাজনীন আহমেদ ও তার টিম। ওই রিপোর্টে ছোট পরিবার, বড় পরিবার, বিতরণ কোম্পানি ভেদে ব্যবহারের তারতম্য এমনকি মিটার ও ননমিটারের মধ্যেও পার্থক্য তুলে ধরা হয়েছে।

১৩ জেলার ১০৫৪ আবাসিক গ্রাহকের উপর পরিচালিত সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, একক চুলার প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা ৩৫.৫ ঘনমিটার ও দুই চলার গ্রাহকরা ৫৯.৩ ঘনমিটার গ্যাস ব্যবহার করছে। গড়ে ৫৭.৯ ঘনমিটার গ্যাস ব্যবহার করেছেন মিটার ব্যবহারকারিরা। আর ননমিটার গ্রাহকরা গড়ে ৫৬ মিটার গ্যাস ব্যবহার করেছেন। এতো এতো সব তথ্য থাকার পরও ৩৯ লাখ মিটারবিহীন গ্রাহকদের পকেট কাটার উদ্যোগ নিয়েছে বিতরণ কোম্পানিগুলো। আর সবকিছু জানার পরও আবেদনটি বাতিল করার সাহস দেখাতে পারছে না বিইআরসি।

অতীতে অসম্পুর্ণ এবং অন্যায্য প্রস্তাব কমিশনের বৈঠকেই বাতিল করার অনেক নজীর রয়েছে। কিন্তু এখন ধরে রেখে অযথাই বিতর্কের পথে হাটছে কমিশন। আগে কখনও ১ বছর ধরে কোন দাম বৃদ্ধির প্রস্তাব ঝুলে রাখার নজীর নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তিতাস গ্যাসের ওই আবেদন বিলম্বিত হওয়া প্রসঙ্গে বিইআরসির চেয়ারম্যান নুরুল আমিন বার্তা২৪.কমকে বলেছেন, তাদের আবেদনে কিছু কাগজপত্র ঘাটতি থাকায় জমা দিতে বলা হয়। তারা দিতে বিলম্ব করেছে যে কারণে সময় লেগেছে। এরপর পরিচালক গ্যাসকে সদস্য করে একটি কমিটি করে দেওয়া হয় যারা যাচাই-বাছাই করে রিপোর্ট দেন। ওই রিপোর্ট নিয়ে কাজ চলছে।

এক বছর ধরে ঝুলে রাখায় আইনগত দিক জানতে চাওয়া হলে তিনি কোন ব্যতিত হয়নি বলে দাবি করেন।

কিন্তু সমালোচকরা বলছেন, সরকারের ভয়েই সিদ্ধান্তহীনতায় বিইআরসি। কমিশনের ভয়ের একটি বড় কারণ হচ্ছে মাত্র যখন পাখনা গজাচ্ছিল তখনই বিইআরসির ডানা কেটে খাঁচায় বন্দি করে সরকার। ২০২৩ সালে আইন সংশোধন করে নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয় সরকার। এতে কার্যত বেকার হয়ে পড়েছে আধাবিচারিক প্রতিষ্ঠানটি। কেউ কেউ কমিশনকে এখন মৃত ঘোড়া বলতেও ছাড়ছেন না।

২০০৩ সালে এনার্জি রেগুলেটরি কমিশন আইন পাশের মাধ্যমে নিরপেক্ষ ও আধাবিচারিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গঠিত হয় বিইআরসি। গ্যাস ও বিদ্যুতের বিতরণ কোম্পানিগুলোর জবাবদিহিতা এবং ভোক্তার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গঠিত এই কমিশন মূলত ২০০৯ সালে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ১১টি প্রবিধানমালা প্রণয়ন করেছে। আর ১২টি প্রবিধানমালা এক যুগেরও বেশি সময় ধরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আইনে সকল ধরণের জ্বালানির দাম নির্ধারণের এখতিয়ার দেওয়া প্রবিধানমালা ঝুলে থাকায় শুধুমাত্র গ্যাসের গ্রাহক পর্যায়ে এবং বিদ্যুতের পাইকারি ও গ্রাহক পর্যায়ে দাম নির্ধারণ করে আসছিল বিইআরসি। জ্বালানি তেলের দাম বরাবরেই নির্বাহী আদেশে দিয়ে আসছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। যার দায়িত্ব কখনোই নিয়ন্ত্রক সংস্থাটির হাতে আসেনি।

;

বার্তা২৪.কম’র অফিস পরিদর্শনে অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
পরিদর্শনকালে অধ্যাপক আইনুল ইসলামের হাতে বার্তা২৪.কম’র প্রতিষ্ঠাবার্ষিকী সাময়িকী ‘সপ্তবর্ণ’ তুলে দেওয়া হয়, ছবি: নূর এ আলম

পরিদর্শনকালে অধ্যাপক আইনুল ইসলামের হাতে বার্তা২৪.কম’র প্রতিষ্ঠাবার্ষিকী সাময়িকী ‘সপ্তবর্ণ’ তুলে দেওয়া হয়, ছবি: নূর এ আলম

  • Font increase
  • Font Decrease

দেশের শীর্ষ মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তা২৪.কম’র অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম।

শনিবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর বাংলামটরস্থ বার্তা২৪.কম অফিসে তিনি এলে পরিকল্পনা সম্পাদক আশরাফুল ইসলাম ও চিফ অব করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম সিরাজ তাকে স্বাগত জানান।

অধ্যাপক আইনুল ইসলাম বার্তা২৪.কমের নিউজরুম ঘুরে দেখেন এবং বার্তাকক্ষের কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বার্তা২৪.কমকে ‘তারুণ্যনির্ভর’ ডিজিটাল সংবাদমাধ্যম আখ্যায়িত করে এর সংবাদ আয়োজনের প্রশংসা করেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। এসময় যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক অধ্যাপক আইনুল ইসলামের সঙ্গে ছিলেন।

অধ্যাপক আইনুল ইসলাম পরিদর্শনকালে বাংলাদেশের সমকালীন অর্থনীতির সংকট ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে বার্তা২৪.কমের কর্মীদের সঙ্গে কথা বলেন।

ছবি: নূর এ আলম 

তিনি বলেন, ‘বর্তমানে অর্থনীতিতে যে সংকট আছে তাকে স্বীকার করে নিয়ে আমাদের উত্তরণের উপায় খুঁজে বের করতে হবে। তবে মনে রাখতে হবে, সংকটের সঙ্গে আমাদের অনেক সম্ভাবনাও আছে। গণমাধ্যমকে সেদিকেও দৃষ্টি দিতে হবে।’

রেমিট্যান্স ও কৃষি খাতকে বাংলাদেশের অর্থনীতির গতিপ্রবাহের প্রাণ আখ্যা দিয়ে এই দুই খাতের সম্ভাবনা কাজে লাগাতে আরও জোরাল পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন এই অর্থনীতিবিদ।

পরিদর্শনকালে স্পোর্টস বাংলা’র নির্বাহী সম্পাদক আপন তারিক, নিউজরুম কো-অর্ডিনেটর ও স্পেশাল করেসপন্ডেন্ট মানসুরা চামেলী, বার্তা২৪.কমের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর আশিস বিশ্বাস, সিনিয়র নিউজরুম এডিটর ও কান্ট্রি ইনচার্জ হ্যাপি রাংসাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে অধ্যাপক আইনুল ইসলামের হাতে বার্তা২৪.কম’র প্রতিষ্ঠাবার্ষিকী সাময়িকী ‘সপ্তবর্ণ’ তুলে দেওয়া হয়। বার্তা২৪.কম টিমের হাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্মারক উপহার দেন ড. আইনুল ইসলাম।

;

সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে ৩.৯৩ কোটি টাকা দিল ওয়ালটন



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী’র হাতে চেক হস্তান্তর করেন

সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী’র হাতে চেক হস্তান্তর করেন

  • Font increase
  • Font Decrease

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪৪৬ টাকা জমা দিয়েছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ‘ওয়ালটন হাই-টেক ইন্ডাষ্ট্রিজ পিএলসি’।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. নজরুল ইসলাম সরকারের নেতৃত্বে ৯-সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী’র হাতে চেক হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শরিফ হারুনুর রশিদ ও মো. সাদেকুর রহমান, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর হাফিজ উল্যাহ, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিনহাজ উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রতি বছর কোম্পানির করপূর্ব মোট লাভের ৫ শতাংশ ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের (ডব্লিউপিপিএফ) মাধ্যমে কর্মীদের মাঝে সমভাবে বন্টন করছে ওয়ালটন। পাশাপাশি সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে উক্ত লাভের নির্দিষ্ট অংশ জমা দেওয়া হয়। সেই অনুযায়ী ২০২২-২৩ হিসাব বছরে ওয়ালটন পরিবারের প্রত্যেক সদস্য প্রফিট শেয়ারিং ফান্ড থেকে করবাদ ১৯ হাজার ৮৩৮ টাকা করে পেয়েছেন। এর মধ্যে করবাদ ১১ হাজার ৯০৩ টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। বাকি অর্থ ডব্লিউপিপিএফ এ রিটেনশন করা আছে। আর সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪৪৬ টাকা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডে মোট ৩৯ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৪৬৪ টাকা দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর হাতে বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন তহবিলে জমা দেয়া ৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪৪৬ টাকার চেক হস্তান্তর করছেন ওয়ালটনের ঊতন কর্মকর্তাবৃন্দ।

;