আজ ব্যাংক থেকে তোলা যাবে না এক লাখের বেশি টাকা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আজ ব্যাংক থেকে তোলা যাবে না এক লাখের বেশি টাকা

আজ ব্যাংক থেকে তোলা যাবে না এক লাখের বেশি টাকা

আজ ব্যাংক থেকে এক লাখের বেশি টাকা তোলা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের নিরাপত্তার স্বার্থে টাকা উত্তোলনের এ সীমা আরোপ করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (০৭ আগস্ট) রাতে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নির্দেশনা অনুযায়ী, এক হিসাব থেকে বৃহস্পতিবার (৮ আগস্ট) এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করা যাবে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ বেড়েছে। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় গত রাতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ‘দেশে কোনো সরকার নেই এবং আজ নতুন সরকার গঠিত হচ্ছে। এই সময়ে কেউ যাতে নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্যই এই সিদ্ধান্ত।’

উল্লেখ্য, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবেন আজ (বৃহস্পতিবার)। বুধবার (০৭ আগস্ট) বিকেলে সেনাসদরে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সাংবাদিকদের এক প্রশ্নে সেনাপ্রধান বলেন, ড. ইউনূস বৃহস্পতিবার দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা করি বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।