সোশ্যাল ইসলামী ব্যাংক দখলের চেষ্টা রেজাউল হকের

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সোশ্যাল ইসলামী ব্যাংক

সোশ্যাল ইসলামী ব্যাংক

আওয়ামী লীগ সরকারের পতনের পর সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল) দখলের চেষ্টা চালিয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মেজর (অব.) ডা. রেজাউল হক।

রোববার (১১ আগস্ট) সকালে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমকে প্রধান কার্যালয়ে ঢুকতে বাধা দেয় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে ২-৩শ লোক। পরে ঢুকতে না পেরে ককটেল ফাটিয়ে এবং গুলি ছুঁড়তে ছুঁড়তে চলে যায় তারা।

বিজ্ঞাপন

জানা যায়, রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারের সামনে মিছিল নিয়ে প্রধান নির্বাহী জাফর আলমকে অফিসে ঢুকতে বাধা দেয় মেজর (অব.) ডা. রেজাউল হকের নেতৃত্বে এক দল দুর্বৃত্ত। কিন্তু সেনাবাহিনীর সদস্যরা পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে না দেওয়ায় তারা ককটেল ফাটিয়ে এবং গুলি ছুঁড়তে ছুঁড়তে মিছিল নিয়ে বক চত্বরের দিক দিয়ে চলে যায়।

এ বিষয়ে প্রধান কার্যালয়ের কর্মকর্তারা বলেন, এ নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিমূলক খবর প্রকাশিত হয়েছে। রেজাউল ও তার লোকজন সিটি সেন্টারে ঢুকতে না পেরে মিছিল নিয়ে বক চত্বরের দিকে চলে যায়। লোকাল অফিসের যারা ওখানে ছিল তারা সবাই বিষয়টি দেখেছে। আর ভিকটিম যেহেতু আমাদের ব্যাংকের লোকজন তাই কিছু গণমাধ্যম ব্যাংকটির সাবেক চেয়ারম্যান রেজাউল হকের কথা শুনে নিউজ করেছে।

বিজ্ঞাপন