যুক্তরাজ্যেও তৈরি হবে চীনের চেরি গাড়ি
চীনের গাড়ি নির্মাতা জায়ান্ট ‘চেরি’ স্পেনের পর এবার যুক্তরাজ্য থেকে গাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণাটাই বাকি রয়েছে বলে জানা গেছে।
চেরি কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ কথা বলেছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।
খবরে বলা হয়, চীনের গাড়ি নির্মাতা জায়ান্ট চেরি খুব শিগগিরই যুক্তরাজ্য থেকেও গাড়ি নির্মাণ করতে যাচ্ছে।
এ বিষয়ে যুক্তরাজ্যের চেরি কোম্পানির প্রধান ভিক্টর ঝং বিবিসিকে বলেন, যুক্তরাজ্যে গাড়ি তৈরির সব প্রস্তুতি শেষ। সেখানে গাড়ি নির্মাণ করা এখন সময়ের ব্যাপার মাত্র। শুধু চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।
ভিক্টর ঝং বলেন, ইতোমধ্যে স্পেনে চেরি গাড়ি তৈরি করা হচ্ছে। ইউরোপীয় বাজার ধরতে সেখান চেরি স্থানীয়ভাবে তৈরি করা হয়।
চীনের গাড়ি নির্মাতা জায়ান্ট ‘চেরি’ ১৯৯৭ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি চীনের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। চেরি সবচেয়ে বেশি গাড়ি বিদেশে রফতানি করে থাকে। সেটি এখন আরো বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করেছে।
আন্তর্জাতিক বাজার ধরতে ‘চেরি’ বর্তমানে দুটি মডেলের গাড়ি নির্মাণের দিকে নজর দিয়েছে। মডেল দুটি হচ্ছে- ‘ওমোডা’ এবং ‘জেকু’।
আগস্ট মাসে ‘ওমোডা’ বিক্রি শুরু করা হয়েছে। এটি মূলধারার এসইউভি-এর সঙ্গে ওমোডা ৫ বিক্রি শুরু করেছে। এই গাড়ি ইলেকট্রিক এবং পেট্রোল জ্বালানিতেও চালানো যাবে।
এটি ৬০টি ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। চলতি বছর শেষে ডিলারশিপের সংখ্যা বাড়িয়ে ১০০-এ উন্নীত করা হবে বলে জানিয়েছে চেরি।