১ম বর্ষপূর্তি উদযাপন করল টেক ট্রিপ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউএস বাংলা গ্রুপের উদ্যোগে যাত্রা করা অনলাইন ট্রাভেল এজেন্সি টেক ট্রিপ লিমিটেড তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এই বর্ষপূর্তি উদযাপন করা হয়।

বিজ্ঞাপন

টেক ট্রিপ লিমিটেড বিজনেস টু বিজনেস ক্লায়েন্টদের ৪ হাজার ৫০০ পরিষেবা প্রদান করে। যার প্রেক্ষিতে এটি সংক্ষিপ্ত যাত্রায় বাংলাদেশের ভ্রমণ বাজারে একটি প্রধান অনলাইন ট্রাভেল এজেন্সি হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

এজেন্সিটি ক্লায়েন্টদের সর্বোত্তম পরিষেবা প্রদানের পাশাপাশি শিল্পের শীর্ষস্থানীয় প্রযুক্তিতে অ্যাক্সেস প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে রয়েছে এনডিসি ও সরাসরি ডেটা অ্যাক্সেসের সুবিধা। এমিরেটস, তুর্কি এয়ারলাইন, কাতার এয়ারওয়েজ, ইউএস বাংলা, এয়ার অ্যাস্ট্রা, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই, ফ্লাই দুবাই, সালাম এয়ার এর মতো আরও বেশ কিছু এয়ারলাইনগুলোতে এ সুবিধা পাওয়া যাবে।

বিজ্ঞাপন

টেক ট্রিপ দল গতকাল তার এয়ারলাইন অংশীদার এবং সম্মানিত অতিথিদের নিয়ে ইভেন্টটি উদযাপন করেছে।