সুদ বৈষম্য : কম সুদে ব্যাংকের টাকা নিয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ



জুনায়েদ শিশির, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঢাকা: ব্যবসায় বিনিয়োগের নামে ব্যাংক থেকে কম সুদে ঋণ নিয়ে সেই টাকার সঞ্চয়পত্র কিনছেন অনেক উদ্যোক্তা। একই অবস্থা তৈরি হচ্ছে, শেয়ারবাজারের ক্ষেত্রেও। বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগ না করে সঞ্চয়পত্রে আগ্রহ দেখাচ্ছেন।

সম্প্রতি ব্যাংকিং খাতে সুদের হার এক অংকে নিয়ে আসা এবং শেয়ারবাজারে অস্থিতিশীলতায় এ সুযোগ গ্রহণ করছে বলে জানা যায়। এতে একদিকে যেমন ব্যাংক ঋণের অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না। অন্যদিকে সঞ্চয়পত্রের সুদ বেশি হওয়ায় সরকারের বাজেট ব্যয় বাড়ছে। যা বাজেট ঘাটতি বাড়ানোর পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকার ব্যাংকের আমানত ও ঋণের সুদ হার কমিয়ে দিয়েছে। ইতোমধ্যে তা কার্যকরও হয়েছে। ফলে সঞ্চয়পত্রের সুদ হার সমন্বয় করা এখন খুবই জরুরি বলে মনে ব্যবসায়ী নেতা ও পুঁজিবাজার সংশ্লিষ্টরা। কেননা ব্যাংকে বর্তমানে ঋণের সর্বোচ্চ সুদ হার ৯ শতাংশ। আর সঞ্চয়পত্রের সুদ হার সর্বোচ্চ ১১ দশমিক ৫২ শতাংশ।

এজন্য দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের স্বার্থে সঞ্চয়পত্রের সুদ হার কমানো উচিত বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। যদিও বিদায়ি অর্থবছরে (২০১৭-১৮) এর সুদের হার কমানোর ঘোষণা দিয়েও বাস্তাবায়ন করতে পারেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বরং চলতি অর্থবছরেও (২০১৮-১৯) একই হারেই চলছে সঞ্চয়পত্র বিক্রি।  

সুদ হারের বৈষম্যের বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বার্তা২৪.কমকে বলেন, সঞ্চয়পত্রের সুদের হার বেশি হওয়ায় সরকারকে বেশি সুদ গুণতে হচ্ছে। এটা কমিয়ে আনা এখন সময়ের দাবি। যেহেতু ব্যাংক সুদের হার কমেছে সঞ্চয়পত্রের সুদও কমবে বলে আমরা আশা করি।

তিনি আরও বলেন, ব্যাংকের সুদের বিষয়ে সিদ্ধান্ত, এসেছে। এখন অন্য কোন বৈষম্য থাকলে তার বিষয়েও এফবিসিসিআই কথা বলবে। সঞ্চয় পত্রের মাধ্যমে সরকার টাকা তুলবে এটা ঠিক আছে। কিন্তু এর সুদের হারের বিষয়ও গুরুত্ব দিয়ে দেখতে হবে। দেশের আর্থিক খাত পুঁজিবাজারকেও গুরুত্ব দিয়ে দেখতে হবে। উচ্চ সুদের প্রভাব যাতে শেয়ারবাজারে না পড়ে। 

এ বিষয়ে শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বার্তা২৪.কমকে বলেন, ২০০৮ সাল থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুদের হারে অনেকবার পরিবর্তন হয়েছে বা আনা হয়েছে। অপরিকল্পিত এ পরিস্থিতি চলতে থাকলে তার প্রভাব শেয়ারবাজারে পড়বেই। বলা হচ্ছে ব্যাংকের সুদের হার কমেছে, কিন্তু এটি মুখেই বলা হচ্ছে। কাজে এখনো বাস্তাবায়ন হয়নি। অন্যদিকে সঞ্চয়পত্রের সুদের হার উচ্চ পর্যায়ে রয়েছে। একইভাবে লিজিং কোম্পানিগুলো তাদের সুদের হার কমায়নি। এর ফলে পুঁজিবাজার অস্থিরতা থেকেই যাচ্ছে। বাজার ও বিনিয়োগের স্বার্থে এর একটি স্থায়ী সমাধান জরুরি।

ব্যবসায়ীদের আরেক সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি আবুল কাশেম খান বলেন, সঞ্চয়পত্রের সুদ হার অনেক বেশি। ব্যাংকারদের সঙ্গে যতবার কথা বলেছি তারা বলছেন ব্যাংক সুদ হার নিয়ন্ত্রণে আনতে বড় বাধা সঞ্চয়পত্রের সুদ। কারণ টাকা ডাইভার্ট হয়ে যায়। ৮ থেকে ৯ শতাংশ সুদে ঋণ নিয়ে সাড়ে ১১ শতাংশে সঞ্চয়পত্র কেনে। এছাড়া এফডিআর সুদ হার যদি ৬ শতাংশ হয় কেউ ব্যাংকে টাকা রাখতে আসবে না। সরকারের একটি বড় দায় হচ্ছে সঞ্চয়পত্র। সুদ পরিশোধের বড় অংশ চলে যায় সঞ্চয়পত্রে। দীর্ঘ দিন থেকে কথা হচ্ছে সঞ্চয়পত্রের সুদ হার কমানো হয় কিন্তু আমরা কোন প্রতিফলন দেখছি না।

তিনি আরও বলেন, স্প্রেড হার ১ থেকে ২ শতাংশ হলে সেটা সহনশীল। কিন্তু ৫ শতাংশের বেশি হলে তার চাপ ব্যাংক ঋণের ওপর পড়বে। আমরা চাই সব ধরণের সুদ হার একটি সামঞ্জস্য পর্যায়ে নিয়ে আসা হোক।

জানা গেছে, অনেকেই ব্যাংক থেকে সিঙ্গেল ডিজেটে ঋণ নিয়ে তার একটা বড় অংশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করছেন অধিক মুনাফার লোভে। কেননা ব্যাংকে বর্তমানে ঋণের সর্বোচ্চ সুদ হার ৯ শতাংশ। আর সঞ্চয়পত্রের সুদ হার সর্বোচ্চ ১১ দশমিক ৫২ শতাংশ। ব্যাংকের সুদের চেয়ে আড়াই শতাংশ বেশি। এছাড়া ব্যাংক আমানতের সুদের হার ৬ শতাংশ বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরফলে ব্যাংক বিমুখ হয়ে পড়বে সাধারণ মানুষ। অধিক মুনাফার আশায় তারা সঞ্চয়পত্রেই বিনিয়োগ করবেন। আবার সঞ্চয়পত্র বিক্রি করে সরকারকে বাজেট ঘাটতি মেটাতে গিয়ে বেশি পরিমাণে সুদ গুণতে হবে। এতে সরকার সঞ্চয়পত্র বিক্রি কমিয়ে দিয়ে ব্যাংক থেকে বেশি ঋণ নেবে। আবার ব্যাংক থেকে বেশি ঋণ নিলেও বেসরকারি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। ফলে সঞ্চয়ত্রের সুদের হার সমন্বয় করা এখন সময়ের দাবি বলে মনে করেন ব্যবসায়ীরা।

বর্তমানে দেশে বিভিন্ন সঞ্চয়পত্র প্রকল্পের গ্রাহক সংখ্যা প্রায় দুই কোটি। বর্তমানে পাঁচ বছর মেয়াদি পেনশন সঞ্চয়পত্রের সুদের হার ১১ দশমিক ৭৬ শতাংশ। পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ শেষে পাওয়া যায় ১১ দশমিক ৫২ শতাংশ সুদ। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার এখন ১১ দশমিক ২৮ শতাংশ। তিন বছর মেয়াদি মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের সুদের হার ১১ দশমিক শূন্য ৪ শতাংশ। তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয়পত্রের সুদের হার ১১ দশমিক ২৮ শতাংশ কার্যকর রয়েছে। এটা গত অর্থবছরের মতই নতুন বাজেটেও বহাল রাখা হয়েছে। যদিও অর্থমন্ত্রী নিজেই একাধিকবার সঞ্চয়পত্রের সুদের হার সমন্বয়ের কথা বলেছিলেন।

   

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
ভার্চুয়াল প্লাটফর্মে সভা, ছবি: সংগৃহীত

ভার্চুয়াল প্লাটফর্মে সভা, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম। সভায় ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ, অন্যান্য পরিচালকবৃন্দ, ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস উপস্থিত ছিলেন।

;

প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির সংশোধিত লক্ষ্যও পূরণ হচ্ছে না: আইএমএফ



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে মাত্র ৫.৪ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে আশঙ্কা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই আশঙ্কা সত্যি হলে কোভিড-১৯ এর সংক্রমণে ২০১৯-২০২০ অর্থবছরে বড় ধরনের পতনের পর চার বছরের মধ্যে এবারই সর্বনিম্ন প্রবৃদ্ধি হচ্ছে।

চলতি অর্থবছরের বাজেটে ৭.৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হলেও প্রথম ছয় মাসের গতিপ্রকৃতি পর্যালোচনা করে পুরো বছরে ৫.৮২ শকাংশ প্রবৃদ্ধি হবে বলে প্রাথমিক হিসাবে জানিয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবের চেয়ে বছর শেষে প্রায় ০.৪২ শতাংশীয় পয়েন্ট কম প্রবৃদ্ধি হবে বলে ধারণা আইএমএফ’র।

বাংলাদেশের জন্য পূর্ব প্রতিশ্রুত ঋণ সহায়তার তৃতীয় কিস্তির ১১৪৮ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদনের লক্ষ্যে তৈরি করা এক প্রকাশনায় এ সব তথ্য জানিয়েছে সংস্থাটি।

জিডিপির প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যও পূরণ হচ্ছে না জানিয়ে আইএমএফ বলেছে, চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি দাঁড়াবে ৯.৪ শতাংশে। অর্থবছরের শুরুতে মূল্যস্ফীতির হার ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য থাকলেও বছর ব্যাপী নিত্যপণ্যের বাড়তি মূল্যের কারণে সংশোধিত বাজেটে লক্ষ্য বাড়িয়ে নির্ধারণ করা হয় ৮ শতাংশ।

জুন মাসের শুরুতে আগামী অর্থবছরের বাজেট বক্তৃতায় ঘোষণা করা এই সংশোধিত লক্ষ্যের চাইতে প্রকৃত মূল্যস্ফীতি ১.৪ শতাংশীয় পয়েন্ট বেশি হবে বলে আইএমএফ এর প্রাক্কলনে উঠে এসেছে।

মে মাস পর্যন্ত প্রকাশিত পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন বলছে, গত ১২ মাসে গড়ে ৯.৭৩ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। এ হিসাবে পুরো বছরের মূল্যস্ফীতি আইএমএফ এর প্রাক্কলনের চাইতে বেশি থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আগামী অর্থবছরে মূল্যস্ফীতির হার ৬.৫ শতাংশে নামিয়ে আনার পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধি ৬.৭৫ শতাংশে উন্নীত করতে জাতীয় বাজেটে যে লক্ষ্য ঘোষণা করা হয়েছে তা পূরণ হবে না বলেও মনে করে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগামী অর্থবছরে কিছুটা বেড়ে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৬.৬ শতাংশে। আর বার্ষিক গড় মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়াতে পারে ৭.২ শতাংশে।

সরকারের লক্ষ্যের চাইতে জিডিপি প্রবৃদ্ধি ০.১৫ শতাংশীয় পয়েন্ট কম ও গড় মূল্যস্ফীতি ০.৭ শতাংশীয় পয়েন্ট বেশি হবে বলে মনে করে সংস্থাটি।

গত এপ্রিলে চলতি অর্থবছরের জন্য প্রায় ছয় শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আইএমএফ। প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্য পূরণ না হওয়ার বিষয়ে সংস্থাটি বলেছে, অর্থবছরের প্রথম অর্ধেক সময়ে জিডিপির প্রবৃদ্ধি ৪.৮ শতাংশে নেমেছে। এপ্রিলে মূল্যস্ফীতি উঠেছে এক দশকের সর্বোচ্চ ৯.৭ শতাংশে।

চলমান আমদানি সংকোচন এবং নীতি কঠোর করণের কারণে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি চলতি বছর ৫.৪ শতাংশে দাঁড়াবে। আর আমদানি পুনরুদ্ধার ও বিদেশি মুদ্রার চাপ কিছুটা কমে আসলে তা আগামী অর্থবছরে ৬.৬ শতাংশে উঠবে৷

চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৯.৪ শতাংশে উন্নীত হলেও ক্রমাগত কঠোর নীতির পাশাপাশি বিশ্বব্যাপী খাদ্যসহ অন্যান্য পণ্যের দাম কমে আসলে মূল্যস্ফীতি ৭.২ শতাংশে নেমে আসতে পারে।

;

ঈদ উপলক্ষে বিকাশে রেমিটেন্স আসার হার বেড়েছে ৬৬ শতাংশ



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রতিবারের মতো এবারও ঈদের সময় দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠিয়েছেন সারা বিশ্বে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বব্যাপী বিকাশ-এর পার্টনার মানি ট্রান্সফার অর্গানাইজেশন (এমটিও)-গুলোর মাধ্যমে নিজেদের সুবিধামতো সময়ে মোবাইল ওয়ালেট কিংবা সংশ্লিষ্ট এমটিও-এর এজেন্ট পয়েন্ট থেকে ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসীরা।

গত বছরের তুলনায় এ বছর ঈদ উপলক্ষে বিকাশে রেমিটেন্স আসার হার বেড়েছে প্রায় ৬৬ শতাংশ, যা সম্প্রতি বাড়তে থাকা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতেও অবদান রাখছে।

এদিকে, প্রবাসীর পাঠানো রেমিটেন্সের উপর প্রতি হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ পুরো অর্থ মুহূর্তেই বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন দেশে থাকা স্বজনেরা। পাশাপাশি, রেমিটেন্সের টাকা এখন আরো কম খরচে ক্যাশ আউটের সুযোগ নিতে পারছেন প্রবাসীর স্বজনেরা। দেশজুড়ে ১৯টি বাণিজ্যিক ব্যাংক-এর প্রায় ২,৭০০ এটিএম বুথ থেকে হাজারে মাত্র ৭ টাকা চার্জে *২৪৭# ডায়াল করে বা বিকাশ অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা রেমিটেন্সের টাকা ক্যাশ আউট করতে পারছেন। এছাড়া, বিকাশ-এর এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশআউটও এখন আরো সাশ্রয়ী, কারণ মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪.৯০ টাকা খরচে দুটি প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারছেন। দেশজুড়ে ছড়িয়ে থাকা ৩ লক্ষ ৭৯ হাজার এজেন্ট পয়েন্টে এই সুবিধা গ্রহণ করতে পারছেন তাঁরা।

সহজ, তাৎক্ষণিক ও নিরাপদ হওয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে বিকাশ-এর মাধ্যমে রেমিটেন্স প্রেরণ। বর্তমানে বিশ্বের শতাধিক দেশ থেকে ১০০টিরও বেশি মানি ট্রান্সফার অর্গানাইজেশন (এমটিও)-এর হয়ে দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোয় সেটেলমেন্টের মাধ্যমে বৈধপথে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসীরা। বিকাশ অ্যাকাউন্টে সরাসরি রেমিটেন্স আসায় প্রবাসীর প্রিয়জনরা বিকাশ-এর মাধ্যমেই বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, যাকাত-ফিতরা, অনুদান প্রদানসহ অসংখ্য সেবা নিতে পারছেন ঘরে বসেই।

;

ইসলামী ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে এ সভার সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী ও ডা. তানভীর আহমেদ, অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এবং বিদেশী প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মে এ সভায় অংশগ্রহণ করেন। সভায় ২০২৩ সালের আর্থিক বিবরণী অনুমোদনসহ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

;