বিকাশ অ্যাকাউন্ট করলেই বাণিজ্য মেলায় প্রবেশ ফ্রি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাণিজ্যমেলায় বিকাশের বুথে গ্রাহকদের ভিড়, ছবি: বার্তা২৪.কম

বাণিজ্যমেলায় বিকাশের বুথে গ্রাহকদের ভিড়, ছবি: বার্তা২৪.কম

নতুন অ্যাকাউন্ট খুললেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বিনামূল্যে প্রবেশের সুযোগ দিচ্ছে বিকাশ। এছাড়া টিকিটের মূল্য বিকাশে পেমেন্ট করলে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশ মুখে তিনটি বুথের মাধ্যমে এ সুবিধা দিচ্ছে বিকাশ।

বিজ্ঞাপন

জানতে চাইলে বিকাশের মনিটরিং সুপারভাইজার রুমন মিয়া বার্তা২৪.কম-কে বলেন, ‘প্রতি বছর বাণিজ্যমেলায় প্রবেশ ফ্রি টিকিট ও ইনস্ট্যান্ট ক্যাশব্যাকসহ নানান ধরনের অফার দিয়ে থাকে বিকাশ। এবারও সেরকম কিছু অফার দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অফারগুলোর মধ্যে রয়েছে নতুন অ্যাকাউন্ট খুললেই মেলায় প্রবেশের ফ্রি টিকিট দেওয়া হচ্ছে। এছাড়া বিকাশ অ্যাকাউন্টধারী মেলার প্রবেশমূল্য বিকাশে পেমেন্ট করলেই সর্বোচ্চ ৪০ টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এছাড়া মেলায় পণ্য কিনে বিকাশে পেমেন্ট করলে দেওয়া হচ্ছে শতকরা ৫ টাকা ক্যাশব্যাক।’

বিজ্ঞাপন
বাণিজ্যমেলায় বিকাশের অফার

শনিবার (৪ জানুয়ারি) সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, মেলার টিকিট কাউন্টারে ভিড় না থাকলেও বিকাশের অফারগুলো নিতে অনেক মানুষ কাউন্টারে ভিড় জমিয়েছেন। মেলায় বিকাশের সুবিধা উপভোগ করা জয়নাল বার্তা২৪.কম-কে বলেন, ‘৪০ টাকা দিয়ে টিকিট কিনে মেলায় প্রবেশের প্রস্তুতি নিয়ে এসেছিলাম। কিন্তু বিকাশে পেমেন্ট করে ২০ টাকা ক্যাশ ব্যাক পেয়ে ভালো লাগছে।’