আজ আড়াই ঘণ্টা দেরিতে বাণিজ্য মেলা

  • নিউজরুম এডিটর, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বাণিজ্য মেলার প্রবেশ পথ

বাণিজ্য মেলার প্রবেশ পথ

বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর শুরু হবে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এ কারণেই মেলার সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মেলা প্রাঙ্গণে দায়িত্বরত এস আই মিজানুর রহমান বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেলায় আগতরা

তিনি বলেন, সকাল ১১টার দিকে সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর আসার কথা রয়েছে। তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মেলা শুরুর সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে মেলা শুরু হবে।

বিজ্ঞাপন

মেলার ১ নম্বর গেটের নিরাপত্তা কর্মকর্তা মো. রহিম বার্তা২৪.কম-কে বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী আসতেছেন। সে কারণে আজকে দুপুর সাড়ে ১২টার দিকে মেলা শুরু হবে।

এদিকে মেলা দেরিতে শুরুর বিষয়টি না জানার কারণে মেলায় আগতরা বিপাকে পড়েছেন। সকাল ১০টার দিকে মেলার গেটে এসে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকে বলতে থাকেন মেলা মনে হয় আজকে বন্ধ। কেউ কেউ নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দেরির কারণ জানতে পারেন।