যাত্রা শুরু করলো ট্রিপসেবা ডট কম

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ট্রিপসেবা ডট কমের ওয়েব সাইট, ছবি: সংগৃহীত

ট্রিপসেবা ডট কমের ওয়েব সাইট, ছবি: সংগৃহীত

ভ্রমণকারীদের ফ্লাইট টিকেট ও হোটেল বুকিং সুবিধার্থে ঢাকায় যাত্রা শুরু করলো অনলাইন ট্রাভেল এজেন্ট ট্রিপসেবা ডট কম। বিশ্বের যেকোনো দেশের ৮ লক্ষেরও অধিক হোটেল এবং ফ্লাইট থেকে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ভ্রমণকারীরা বেছে নিতে পারবেন তাদের পছন্দের হোটেল ও বিমানের টিকেট ।

সাইটটিতে এমন এক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে যাতে কেবল তথ্য ও প্রাপ্যতা দেখায় না, সাথে সাথে রয়েছে রিয়েল টাইম প্রাইসিংসহ বুকিংয়ের ব্যবস্থা যাতে গ্রাহকরা সহজেই বুকিং করতে পারেন দেশীয় এবং আন্তর্জাতিক বিমানের টিকিট ও হোটেল ।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিমান বড়ুয়া বলেন, 'বিকাশ, রকেট সহ যে কোনও ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করে ঘরে বসেই বুকিং করতে পারবেন বিমানের টিকিট এবং হোটেল । আর যেকোনো নতুন উদ্যোক্তারা এজেন্ট হতে সাইন আপ করতে পারবেন ট্রেড লাইসেন্স, এনআইডিসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে।

অনলাইন এই ট্রাভেল এজেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন– www.tripsheba.com এ।

বিজ্ঞাপন