হজযাত্রীদের ব্যাংকিং সুবিধা দেবে এসআইবিএল

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হজ এজেন্সি মালিকদের সঙ্গে মতবিনিময় করে এসআইবিএল

হজ এজেন্সি মালিকদের সঙ্গে মতবিনিময় করে এসআইবিএল

হজযাত্রীদের হজকালীন সব ধরনের ব্যাংকিং সুবিধা দেবে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সি মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- হাব’র সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমদ সরদার, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল অ্যাজেন্টস অব বাংলাদেশের (আটাব) মহাসচিব মো. মাজহারুল এইচ ভুঁইয়া, সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, ঊর্ধ্বতন নির্বাহী ও হাব’র সদস্যরা।

অনুষ্ঠানে হজ এজেন্সির মালিকরা হজযাত্রীদের ব্যাংকিং সেবা সহজীকরণের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

বিজ্ঞাপন