লেনদেন বন্ধের দাবিতে বিনিয়োগকারীদের বিক্ষোভ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পুঁজিবাজারের লেনদেন বন্ধের দাবিতে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছেন মতিঝিলের রাস্তায়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মতিঝিল ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে দেশের করোনাভাইরাসের কারণে পুঁজিবাজারকে ধসের হাত রক্ষা করতে অনির্দিষ্টকালের জন্য বন্ধের দাবি জানিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে ডিএসইর সামনে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভে 'ডিএসই'র গদিতে আগুন জ্বালো একসাথে', 'জালো জালো আগুন জালো'সহ নানান স্লোগান দিচ্ছে।

এদিকে কৌশলে বৃহস্পতিবার লেনদেন বন্ধ রেখেছে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ সকাল সাড়ে ১০ টায় লেনদেন শুরুর কথা থাকলেও তারা এক ঘণ্টা বিলম্বে সকাল সাড়ে ১১টায় লেনদেন শুরু করার ঘোষণা দেয়। দ্বিতীয় দফায় আবার দুপুর ১টায় লেনদেন শুরুর ঘোষণা দেয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা বাস্তবায়নের জন্য এই কাজ করছে বলে জানায় ডিএসইর এক পরিচালক।

তিনি বলেন, সূচক এর সার্কিট বেকারের নিয়ে কাজ করা হচ্ছে। পাশাপাশি ডিএসই'র কারিগরি ত্রুটির কাজ শেষ হলে দুপুর একটা থেকে ডিএসইর লেনদেন শুরু হবে।

এর আগে সকালে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সকাল সাড়ে ১০টার পরিবর্তে সকাল সাড়ে ১১টায় লেনদেন শুরুর ঘোষণা দেয়।