জেটির চুক্তি দেশের জনস্বাস্থ্যকে আরও ঝুঁকিতে ফেলবে
আকিজ গ্রুপের মালিকানায় থাকা ইউনাইটেড ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেডকে জাপান টোব্যাকো (জেটি) অধিগ্রহণ করায় দেশের জনস্বাস্থ্যকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে বলে শঙ্কা প্রকাশ করেছে তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা।
মঙ্গলবার (৭ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে, ‘জাপান টোব্যাকোকে ব্যবসা সম্প্রসারণের সুযোগ দিয়ে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন সম্ভব নয়। বৈদেশিক বিনিয়োগ আনার নামে বিশ্বের শীর্ষস্থানীয় জাপানি তামাক কোম্পানি জাপান টোব্যাকো (জেটি) গ্রুপকে বাংলাদেশে সরাসরি ব্যবসার সুযোগ দিতে যাচ্ছে সরকার।’
বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে স্থানীয় আকিজ গ্রুপের মালিকানায় থাকা ইউনাইটেড ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেড (ইউডিটিসি) অধিগ্রহণের জন্য ১.৪৭ কোটি ইউএস ডলারের এক লোভনীয় চুক্তি স্বাক্ষর করেছে জেটি এবং আকিজ গ্রুপ।
এই চুক্তি দেশের জনস্বাস্থ্যকে আরও ঝুঁকির মধ্যে ফেলার এই পদক্ষেপ চরম নিন্দনীয় এবং জনস্বাস্থ্যবিরোধী।
বিবৃতিতে আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমানে প্রতিবছর প্রায় ১ লক্ষ ৬০ হাজার মানুষ তামাক ব্যবহারজনিত অসুখে মৃত্যুবরণ করে, অসুস্থ হয় আরও কয়েক লক্ষ মানুষ।’
‘তামাকের এই ভয়াবহতা উপলব্ধি করে মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। অথচ, নতুন বিনিয়োগের নামে তামাক ব্যবসা সম্প্রসারণের সুযোগ প্রদান এই অঙ্গীকারের পরিপন্থি।’