করোনায় ইন্টারনেট বিল পরিশোধ বিকাশে

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস পরিস্থিতিতে বিকাশের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর বিল পরিশোধ করে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাচ্ছেন গ্রাহকরা।

বিকাশেই সবচেয়ে বেশি সংখ্যক আইএসপি প্রতিষ্ঠানের বিল যেকোনো সময়, যেকোনো স্থান থেকে বাড়তি খরচ ছাড়াই পরিশোধ করতে পারেন গ্রাহকরা। ঝামেলা ছাড়াই ইন্টারনেট বিল পরিশোধের সুযোগ থাকায় কেবল এপ্রিল ও মে মাসে প্রায় পাঁচ লাখ ইন্টারনেট বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিকাশ অ্যাপ’র পে বিল অপশন থেকে ১৯টি আইএসপি প্রতিষ্ঠানের বিল পরিশোধ করা যায়। পাশাপাশি পেমেন্ট গেটওয়ে ও অফলাইন পদ্ধতিতে আরও ৫০০টির বেশি আইএসপি প্রতিষ্ঠানের বিল পরিশোধ করতে পারেন গ্রাহক।

অ্যাম্বার আইটি, কার্নিভাল, লিংক থ্রি, ডট ইন্টারনেট, কেএস নেটওয়ার্ক লিমিটেড, ট্রায়াঙ্গেল, সার্কেল নেটওয়ার্ক, স্যাম অনলাইন, মাজেদা নেটওয়ার্ক লিমিটেড, অন্তরঙ্গ ডট কম লিমিটেড, মিলেনিয়াম কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং, এসএস আলী অ্যান্ড কো, ডিডিএন, ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড, দেশ কমিউনিকেশনস, প্যান্ডোরা টেকনোলজিস, ইনফোবিডি টুয়েন্টিফোর সিস্টেমস, ওয়ান স্কাই কমিউনিকেশন এবং এক্সপ্লোর নেট এই ১৯টি আইএসপি প্রতিষ্ঠান বিকাশ অ্যাপের পে বিল তালিকায়
যুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করেও গ্রাহকরা লিংক থ্রি, অ্যাম্বার আইটি, কার্নিভাল, স্যাম অনলাইন, ট্রায়াঙ্গেল, কেএস নেটওয়ার্ক এবং ডট ইন্টারনেটের আইএসপি বিল পরিশোধ করতে পারেন।

ইন্টারনেট বিল পরিশোধ করতে গ্রাহকদের বিকাশ অ্যাপের মূল মেনু থেকে ‘পে বিল’ আইকনে ট্যাপ করতে হবে এবং ‘ইন্টারনেট’ অপশন থেকে সংশ্লিষ্ট আইএসপি নির্বাচন করতে হবে। এরপর বিলের মাস নির্বাচন করে বিল অ্যাকাউন্ট নম্বর দিলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। গ্রাহকরা চাইলে পরবর্তীতে অল্প কয়েক ধাপে বিল পরিশোধের জন্য তাদের বিল অ্যাকাউন্টটি বিকাশ অ্যাপে বা ইউএসএসডি চ্যানেলে সংরক্ষণ করতে পারবেন। গ্রাহকরা পরিশোধকৃত বিলের প্রাপ্তি রশিদও অ্যাপে দেখতে পারবেন।