ভালুকায় ৮ পরীক্ষার্থী ও এক প্রভাষক বহিষ্কার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ভালুকায় ৮ শিক্ষার্থী ও প্রভাষক বহিষ্কার/ছবি: বার্তা২৪.কম

ভালুকায় ৮ শিক্ষার্থী ও প্রভাষক বহিষ্কার/ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের ভালুকায় অসদুপায় অবলম্বন করায় ৮ এইচএসসি পরীক্ষার্থী ও এক প্রভাষককে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৬ জুলাই) ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এই ঘটনাটি ঘটে।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনূর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এইচএসএসি পরীক্ষায় নকল সংরক্ষণ ও সিট বদল করে অন্যের খাতা দেখে লেখার অভিযোগে পরিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। এসময় ওই কক্ষে দায়িত্বরত কক্ষ পরিদর্শক মোস্তাফিজুর রহমানকেও বহিষ্কার করা হয়। বহিস্কৃত প্রভাষক সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজের ভূগোল বিষয়ের শিক্ষক। বহিস্কৃত ৮ পরীক্ষার্থীরা সকলেই উপজেলার মেজর ভিটা এলাকার মর্নিংসান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

এর আগে গত ( ৩০ জুন) বাংলা প্রথমপত্র পরীক্ষা মর্নিংসান মডেল স্কুল এন্ড কলেজের আরও ১০ শিক্ষার্থী এবং সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজে এক প্রভাষককে বহিস্কার করা হয়েছিলো।