শেকৃবির নতুন উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ

  • শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ

অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যায়ের (শেকৃবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির এনটোমলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

নিয়োগের শর্তে বলা হয়, ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে।

ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য যে, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পড়ে তখনকার দায়িত্বরত আওয়ামীপন্থী উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়া ৬ আগস্ট পদত্যাগ করেন। যার ফলশ্রুতিতে উপাচার্যের পদ শূন্য থাকে। এর পরবর্তীতে গত ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য অস্থায়ী দায়িত্বে নিয়োজিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এগ্রি বিজনেস অনুষদের অধ্যাপক জাকির হোসেন যার কার্যকারিতা বর্তমান স্থায়ী উপাচার্য নিয়োগের প্রেক্ষিতে অকার্যকর হয়।