নোয়াখালীতে প্রচারে এগিয়ে আ’লীগ, গ্রেফতার আতঙ্কে বিএনপি



সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
নিজের নির্বাচনী এলাকায় ওবায়দুল কাদের / ছবি: বার্তা২৪

নিজের নির্বাচনী এলাকায় ওবায়দুল কাদের / ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

প্রচারণা শুরুর দুদিন আগে নিজের নির্বাচনী এলাকায় চলে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার বিপরীতে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রচারণা শুরুর প্রথম দিন বাধার মুখে পড়েছেন। মাইক ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। দ্বিতীয় দিনেও বিএনপির প্রচার মিছিলে হামলার পর পথসভায় যোগ দিতে পারেননি মওদুদ।

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি) আসনেও একই অভিযোগ। বিএনপির প্রার্থী মাহবুব উদ্দিন খোকন সমর্থকদের গণগ্রেফতার করছে পুলিশ। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনেও বিএনপি প্রার্থী প্রচারণার একদিন পর নির্বাচনী এলাকায় গেছেন। এর মধ্যে তার একাধিক নেতাকে গ্রেফতার করে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার প্রচারণার দ্বিতীয় দিনে নোয়াখালীর সব আসনে চলছে উৎসবমুখর প্রচারণা। তবে উৎসবমুখরতায় এগিয়ে আওয়ামী লীগ।

নোয়াখালী-৪ (সুবর্ণচর ও নোয়াখালী সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী একরামুল করিম চৌধুরীর সমর্থকরা উজ্জীবিত। প্রতিদিন ১৫ থেকে ২০টি প্রচার মিছিল সমাবেশে তিনি নিজেই যাচ্ছেন।

একরামুল করিমের ছেলে শাবাব চৌধুরী বলেন, ‘নোয়াখালীর মানুষ উন্নয়নের ধারাবাহিকতা চায়। এ কারণে প্রতিটি প্রচার মিছিল সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন। নৌকার গণজোয়ার শুরু হয়েছে নোয়াখালীতে।’

এদিকে এ এলাকায় বিএনপির প্রার্থী বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় যুবদলের এক নেতা। শহর যুবদ‌লের যুগ্ম-আহবায়ক হান্নান স‌জিব জানান, পুলিশের গ্রেফতার হয়রানির ভয়ে তারা প্রচারাভিযান চালাতে পারছেন না। তবে সাধারণ মানুষ প্রস্তুত আছে ধানের শীষে ভোট দিতে। এখনো সুষ্ঠু ভোট দানের পরিবেশ তৈরি হয়নি। নৌকার কর্মী সমর্থকরা রাস্তায় বিভিন্ন উপায়ে বাধার সৃষ্টি করছেন।

জেলা বিএন‌পির অ‌ভি‌যোগ, নোয়াখালী‌তে ও‌সি নিজাম উদ্দিন স্থানীয় এম‌পির ছে‌লের বৈঠ‌কে বক্তব্য দি‌য়ে‌ছেন। এছাড়া ও‌সির গা‌ড়ি‌তে বর্তমান এম‌পির নির্বাচনী স্টিকার লাগা‌নো দেখা যা‌চ্ছে। সদ‌রের ও‌সি আ‌নোয়ার হো‌সেন ৪ বছর থে‌কে থানায় র‌য়ে‌ছেন। পুলিশ স্থানীয় এম‌পির নি‌র্দে‌শে একতরফাভা‌বে গ্রেফতার কর‌ছেন।

সদর ও সুধারামপুর দুই থানার ও‌সির বিরু‌দ্ধে নির্বাচ‌নে সরকার দলীয়দের সু‌বিধা দেওয়ার অ‌ভি‌যোগ তু‌লেন তারা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/11/1544535546474.jpg

তিনি আরও জানান, নোয়াখালী সুধারাম থানার পুলিশ ভ্যানে একরামুল করিম চৌধুরীর প্রচার স্ট্রিকার নিয়ে ঘুরছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তার পৈতৃক বাড়িও এ এলাকায়। গত ৪ বছর থেকে তিনি এ থানায় থেকে বিএনপির বহু নেতাকর্মীকে গ্রেফতার করেছেন।

তবে সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন হলে জয়ের পক্ষে আশাবাদী এ আসনের বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

নোয়াখালী- ১ আসনে আওয়ামী লীগ প্রচার চালাচ্ছে। তবে এখানেও গ্রেফতার আতঙ্কে বিএনপি। এ আসনের বিএনপির এমপি প্রার্থী মাহবুব উদ্দিন খোকজন বলেন, ‘তার নির্বাচনী এলাকায় গত কয়েকদিন ধরে গণগ্রেফতার চালাচ্ছে পুলিশ। অস্ত্রধারীরা প্রকাশ্যে নৌকার পক্ষে মহড়া দিচ্ছে। প্রচারণা শুরুর দিন থেকেই চাটখিল সোনাইমুড়ি তার নির্বাচনী এলাকায় পুলিশ আগ্রাসী হয়ে উঠেছে।’

এসব অভিযোগ নিয়ে মঙ্গলবার (১১ ডিসেম্বর) ঢাকায় চার নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন তিনি।

নোয়াখালী-৬ আসনটি বড় অংশ দ্বীপ এলাকা। হাতিয়ায় এখনো বিএনপি প্রচারে নামতে পারেনি। অপরদিকে আওয়ামী লীগ এ আসনে প্রতিদিন প্রচার মিছিল সমাবেশ করছে। বিএনপির এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ফজলুল আজিম এখনো হাতিয়া দ্বীপে যেতে পারেননি।

২০০৮ সালে স্বতন্ত্রভাবে বিজয়ী হওয়া এই সংসদ সদস্য দাবি করেন, হাতিয়ার মানুষ সন্ত্রাসমুক্ত এলাকা চায় বলে তাকে আবারও ভোট দিতে প্রস্তুত আছে।

হাতিয়ার সাবেক এ এমপি অভিযোগ করেন, প্রচারণা শুরুর আগ থেকেই গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ। তার দলের বেশ কয়েকজনকে ‍পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। এ কারণে লেভেল প্লেয়িং ফিল্ড দেখছেন না তিনি। বিষয়গুলো স্থানীয় পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন তিনি।

হাতিয়ায় আওয়ামী লীগের প্রার্থী আয়েশা ফেরদৌস প্রচারণা শুরুর আগে থেকে উঠান বৈঠক শুরু করেছিলেন। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর প্রতিদিন হাতিয়ায় মিছিল সমাবেশ চলছে নৌকার।

নোয়াখালী হেভিওয়েট প্রার্থী হিসেবে নোয়াখালী-৫ (কবিরহাট) আসনে মুখোমুখি ওবায়দুল কাদের ও ব্যারিস্টার মওদুদ আহমেদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিদিন সকাল বিকেল প্রচারাভিযান চালাচ্ছেন। তার জনসভায় ও প্রচারে বিপুল মানুষের অংশগ্রহণ দেখা যাচ্ছে।

বিপরীতে প্রচারণার প্রথম দিনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের প্রচারে ব্যবহৃত মাইক গাড়ি ভাঙচুর হয়েছে।

বিএনপির অভিযোগ, বিএনপির নেতাকর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি ও গ্রেফতার অভিযান চালাচ্ছে। প্রচারের দ্বিতয় দিন মঙ্গলবারও (১১ ডিসেম্বর) সকালে দফায় দফায় মওদুদের প্রচার মিছিলে হামলা করেছে আওয়ামী লীগ। ভাঙচুর হয়েছে দলীয় কার্যালয়, বাড়িঘর দোকানপাট। এতে বিএনপির ৩০ জন আহত হয়েছেন। পরে ওই পথসভায় যেতে পারেননি মওদুদ আহমেদ।

   

৪৬৯ উপজেলায় ৩৬ দশমিক ৫৬ শতাংশ ভোট পড়েছে: সিইসি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ ধাপ মিলিয়ে ৪৬৯ উপজেলায় মোট ৩৬ দশমিক ৫৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১০ জুন) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এর আয়োজনে 'আরএফইডি টক' অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ৪৬৯টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। অতীতের তুলনায় শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন হয়েছে। সার্বিকভাবে ৩৬ দশমিক ৫৬ শতাংশ ভোট পড়েছে।

তিনি বলেন, এবার নির্বাচন অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। অনেকে প্রভাব সৃষ্টি করতে চেয়েছিল, আমাদের তৎপরতায় সফল হয়নি। দেশের নির্বাচন ব্যবস্থা আরও বেশি সংস্কার প্রয়োজন।

;

শেষ হলো স্থগিত ১৯ উপজেলার নির্বাচন, চলছে গণনা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত হওয়া দেশের ১৯টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। শুধু রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন ছাড়া দেশের সব উপজেলা পরিষদ নির্বাচন শেষ হলো। এর আগে অন্য উপজেলাগুলোতে দুই ধাপে ভোট শেষ করেছে নির্বাচন কমিশন। 

রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে এ ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

এ ধাপেবাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার লালমোহন, তজুমদ্দিন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

এর মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

তবে বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে এক আনসার সদস্যকে দায়িত্ব পালনে বাধা ও মারধর করার অপরাধে একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাকি জেলাগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হলেও ভোটার উপস্থিতি কম ছিল।

এগুলোতে চেয়ারম্যান পদে ১১৯, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জনসহ মোট ৩৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ইসি জানিয়েছে, ১৭৯টি কেন্দ্রে ভোটের আগের দিন এবং ১ হাজার দুইটি কেন্দ্রে ভোটের দিন অর্থাৎ আজ সকালে ব্যালট গেছে।

;

নির্বাচনে দায়িত্ব পালনে বাধা, যুবককে ৬ মাসের কারাদণ্ড



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে এক আনসার সদস্যকে দায়িত্ব পালনে বাধা ও মারধর করার অপরাধে একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ জুন) পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মহাসিনিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় ভোট চলাকালে এই ঘটনা ঘটে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই কর্মি শাকিল শেখকে (২১) দণ্ড দেন বাগেরহাট জেলা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ।

তিনি বলেন, মহাসিনিয়া আলিম মাদ্রাসা সেন্টারে নির্বাচনে অন্যদের সাথে ভোটারদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার সদস্য মোতালেব হোসেন। এসময় শেহালাবুনিয়া এলাকার মৃত মোস্তফা শেখের ছেলে শাকিল শেখ নামে ওই যুবক নারী ও পুরুষদের সারিবদ্ধ লাইন ভেঙ্গে ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করে। এসময় আনসার সদস্য মোতালেব হোসেন তাকে বাধা দেন। কিন্তু তাকে ধাক্কা দিয়ে মারধর শুরু করেন। এসময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে আটক করেন।

পরে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ৭৬ (গ)-(আ) অনুযায়ী আটক ব্যক্তি তার অপরাধ স্বীকার করে। এরপরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান বিচারক ড.মোঃ আতিকুস সামাদ।

পরে ওই আসামিকে বাগেরহাট জেলা কারগারে পাঠানোর জন্য মোংলা থানায় সোপর্দ করা হয়।

;

ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
বরগুনার দুই উপজেলায় চলছে ভোট গ্রহণ

বরগুনার দুই উপজেলায় চলছে ভোট গ্রহণ

  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ১৯ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

যেসব উপজেলায় ভোট হচ্ছে সেগুলো হল- বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার লালমোহন, তজুমদ্দিন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় চলছে ভোটগ্রহণ। এর মধ্যে কেবল পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

এসব উপজেলায় অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে পার্বত্য চট্টগ্রামভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অবরোধ ও আবহাওয়ার কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন দ্বিতীয়বারের মতো স্থগিত করে নির্বাচন কমিশন।

এই ১৯টি উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা ভোট শেষ হবে। এর আগে চার ধাপে ভোট সম্পন্ন হয়েছে।

;