তফসিল ঘিরে ব্যস্ত নির্বাচন কমিশন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এ নিয়ে কর্মব্যস্ত সময় পার করছে কমিশন।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যে সবশেষ প্রস্তুতি সেরে নিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে সিইসির জাতির উদ্দেশে ভাষণ সরাসরি সম্প্রচার করা নিয়ে বেশি ব্যস্ততা ইসিতে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এর আগে ৫ টায় সকল নির্বাচন কমিশনারের সাথে মিটিংয়ে বসবেন সিইসি।

এদিন সকালের দিকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারের সরঞ্জাম নিয়ে আসা হয়। দুপুরের দিকে বাংলাদেশ টেলিভিশনের লোকজন সরাসরি সম্প্রচারের প্রস্তুতি শুরু করেন।

বিজ্ঞাপন

এদিকে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন ভবন ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্বাচন ক‌মিশন ভবনের আ‌শেপা‌শে সব সড়কগু‌লো‌তে পর্যাপ্ত প‌রিমা‌ণে আইনশৃঙ্খলা রক্ষাকা‌রী বা‌হিনীর সদস্য মোতা‌য়েন করা হয়েছে। আশেপাশে সকল দোকান বন্ধ করে দেওয়া হ‌য়ে‌ছে। এছাড়া সাধারণ মানুষ ও যানচলাচল সীমিত ক‌রে রাখা হ‌য়ে‌ছে। মোতায়েন করা হয়েছে, র‍্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

নিরাপত্তা জোরেদারে মোতায়েন করা হয়েছে র‍্যাব

সরেজমিনে দেখা গেছে, ইসি ভবনের আশেপাশের তিনটি রোডের সাধারণ মানুষ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। র‍্যাব ও পুলিশের পাশাপাশি বিকেলের দিকে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আশপাশে রাখা হয়েছে, পুলিশের এপিসি ও জলকামানের গাড়ি। রয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য।

দুপুরের দিকে নির্বাচন কমিশন অফিসে আসেন ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান। চলে যাবার সময় সাংবাদিকদের তিনি বলেন, সিকিউরিটি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার সব কিছুই আমরা করছি। শান্তিপূর্ণ সকল আন্দোলনে আমাদের সহযোগিতা থাকবে। তবে কেউ যদি আইনশৃঙ্খলার অবনতি করতে চাই সে ক্ষেত্রে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।

এর আগে, সকাল ১০টায় ইসি সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন তফসিল সংক্রান্ত বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে আসেন। তখন তার কাছে প্রশ্ন করা হয়েছিল কঠোর নিরপত্তার বিষয়ে। সে সময় সচিব বলেন, এ বিষয়টি দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। আমি তাদেরকে অনুরোধ রেখেছি, তারা কী কৌশল নিয়েছেন, তা তারা বলতে পারবেন।

উল্লেখ্য, বিএনপি ও তাদের সমমনারা সরকারের পতন ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। আজ ভোর ৬টা থেকে এ অবরোধের শুরু হয়েছে। চলবে আগামী শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আমরা নিরপত্তা ব্যবস্থা জোরদার করেছি। যেন কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি না হয়।