নির্বাচন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট কমনওয়েলথ প্রতিনিধি দল: ইসি সচিব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, কমনওয়েলথ প্রাক নির্বাচনী প্রতিনিধি দল নির্বাচন সংক্রান্ত সব বিধি-বিধান বিষয়ে জানতে চেয়েছিলেন এবং প্রধান নির্বাচন কমিশন (সিইসি) তাদেরকে সেসব বিষয়ে অবগত করেছেন। এতে তারা নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন।

রোববার (১৯ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে কমনওয়েলথ প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সাথে ইসির বৈঠক শেষে ইসি সচিব এই কথা বলেন।

বিজ্ঞাপন

ইসি সচিব আরও বলেন, ইসিসহ অন্যান্য যে সংস্থা রয়েছে তাদের সাথে প্রতিনিধি দল বৈঠক করে কমনওয়েলথ প্রধানের কাছে রিপোর্ট পাঠাবেন। এরপর তারা সিদ্ধান্ত নেবেন নির্বাচন পর্যবেক্ষণে আসবে কিনা। 

প্রাক প্রতিনিধি দল কি জানতে চেয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তারা বাংলাদেশের নির্বাচনের পদ্ধতি, ব্যবস্থা ও ভোটাররা কিভাবে কেন্দ্রে ভোট দিতে যাবেন এসব বিষয় জানতে চেয়েছেন। কমিশন থেকে তাদের সব জানানো হয়েছে।

বিজ্ঞাপন