ঢাকার দুই আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাঈদ খোকন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৬ ও ৮ আসনে নৌকার মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন।

রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় মনোনয়ন ফরম জমা দেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (১৮ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে এই দুই আসন থেকে ফরম সংগ্রহ করেছিলেন সাঈদ খোকন।

এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক এই নগরপিতা বলেন, আমি ঢাকার মেয়র ছিলাম, আমার বাবাও মেয়র ছিলেন। আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি আমার সাধ্যমতো নৌকার বিজয় নিয়ে আসার চেষ্টা করব।

বিজ্ঞাপন

সাঈদ খোকন আরও বলেন, আমি যখন মেয়র ছিলাম তখন মানুষের উন্নয়নে কাজ করেছি। আমার বিশ্বাস মনোনয়ন পেলে মানুষ আমাকে ভোট দেবেন।

উল্লেখ্য, শনিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা, যা চলবে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত।