চুন্নুর প্রার্থিতা বাতিলের দাবিতে নৌকা প্রার্থীর আপিল 

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন একই আসনের মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনের আপিল বিভাগে তিনি এই আবেদন করেন।

বিজ্ঞাপন

নাসিরুল ইসলাম খান বলেন, 'কিশোরগঞ্জ জেলার আব্দুল মালেকের ৫ কোটি ৭০ লাখ টাকার ঋণের ব্যক্তিগত গ্যারান্টার মো. মজিবুল হক চুন্নু।  দীর্ঘদিন ঋন খেলাপী হিসেবে আছে। অতএব সে কিভাবে এমপি মনোনয়ন এর জন্য আবেদন করতে পারে।' 

তিনি আরও বলেন, 'মজিবুল হক চুন্নু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়ন এর জন্য কাগজ পত্র দাখিল করেছে। এই বিষয়টি জরুরী ভিত্তিতে তদন্ত হওয়া দরকার। আমরা তার  প্রার্থিতা বাতিল চাই।' 

নির্বাচন কমিশন আপিল শুনানি করে সঠিক রায় দেবেন বলে আশা করেন তিনি।

এর আগে আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর নাসিরুল ইসলামের খানের মনোনয়ন বাতিল করে জেলা রির্টানিং অফিসার। একই সময়ে মনোনয়ন ফিরে পেতেও আপিল করেন তিনি।